TMC leader murder: প্রথমে এলোপাথাড়ি কোপ, তারপর মাথায়-বুকে গুলি, বসিরহাটে খুন তৃণমূলের দাপুটে নেতা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 07, 2021 | 11:48 PM

TMC leader: আগেও একবার তাঁকে কুপিয়া মারার চেষ্টা করা হয়েছিল। সে বার প্রাণে বেঁচে যান তিনি

TMC leader murder: প্রথমে এলোপাথাড়ি কোপ, তারপর মাথায়-বুকে গুলি, বসিরহাটে খুন তৃণমূলের দাপুটে নেতা
তৃণমূল নেতা মোফাজ্জল হক ওরফে আকু

Follow Us

বসিরহাট : গুলি করে কুপিয়ে খুন (Murder) করা হল তৃণমূলের (TMC) দাপুটে নেতাকে। ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারত দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তৃণমূল নেতা মোফাজ্জল হক ওরফে আকুর। মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ও বুকে বেশ কয়েকটি গুলিও চালানো হয়েছে। রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাট (Basirhat) মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর বাজারে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোফাজ্জল হক ওরফে আকু আজ বৃহস্পতিবাক সন্ধেয় বাইকে চেপে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। পরের রাতের দিকে আঁকিপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টা নাগাদ চাঁপাপুকুর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় ৮ থেকে ১০ জন সশস্ত্র দুষ্কৃতী গাড়ি থামিয়ে তাঁর ওজর চড়াও হয়। তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ধারাল অস্ত্রের কোপ দিয়েও শান্ত হয়নি তারা। চলে যাওয়ার আগে মৃত্যু নিশ্চিত করতে মাথায় ও বুকে বেশ কয়েক রাউন্ড গুলি করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তার সঙ্গে থাকা আরও এক তৃণমূল কর্মী হাফিজুর গাজীও আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা মাটিয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়, তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

কয়েক বছর আগেও এই তৃণমূল নেতাকে কিছু দুষ্কৃতীর হামলাত শিকার হয়েছিল। সে যাত্রায় বেঁচে গেলেও এবার শেষ রক্ষা হল না। দুষ্কৃতীদের হাতে মৃত্যু হল তাঁর। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে মাটিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: Lashkar-e-Taiba: বাদুড়িয়ার তানিয়ার সঙ্গে আলাপ হয় পাকিস্তানি জঙ্গি বিলালের, দু’জনে মিলেই করত ‘মগজ ধোলাই’

Next Article