Chiranjit Chakraborty: সবাই রাজা হতে চাইছেন, কেউ নীতি মানতে চাইছেন না : চিরঞ্জিৎ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 16, 2022 | 7:07 PM

Chiranjit Chakraborty: প্রসঙ্গত, শনিবার দীর্ঘ ১১ ঘণ্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা নাগাদ তাপস মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তাপসের বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা।

Chiranjit Chakraborty: সবাই রাজা হতে চাইছেন, কেউ নীতি মানতে চাইছেন না : চিরঞ্জিৎ

Follow Us

বারাসত: রাজ্যে সক্রিয় ইডি (ED)। একাধিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের নানা প্রান্তে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা। শনিবার সকালে বারাসতেও হানা দেন ইডির আধিকারিকরা। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। এবার তা নিয়েই মুখ খুলতে দেখা গেল অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীকে (MLA Chiranjit Chakraborty)। “সবাই রাজা হতে চাইছেন কেউ নীতি মানতে চাইছেন না, এটাই হচ্ছে প্রবলেম।” বামনগাছিতে একটি দলীয় অনুষ্ঠানে এসে এ কথাই বললেন তিনি। 

চিরঞ্জিতের কথায়, “ED শিকড়ের খোঁজে এসেছিল বারাসতে,আমার বারাসতে কোন কলঙ্ক নেই”। তিনি আরও বলেন, ইডি তো তাদের কাজ করবেই,এই বিষয়ে কিছু বলার নেই। ইডি বারাসতের জন্য আসেনি,একটা কানেকশনে এসেছে, যাকে ধরার জন্য এসেছে তাঁর কিছু সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই শিকড়ের খোঁজে এসেছে। আমার বারাসতে কোন কলঙ্ক নেই। আসলে রাজনীতি রাজার নীতি। কিন্তু, সবাই রাজা হতে চাইছেন কেউ নীতি মানতে চাইছেন না। এখানেই সমস্যা। যাঁরা নীতি মানতে চাইছেন না তাঁদের মধ্যেই এগুলি হচ্ছে। ইডি তাঁদের পিছনেই দৌড়বে। রাজা যে হতে চাইছে না, যেমন আমি। ইডি আর সিবিআইয়ের সঙ্গে আমি কালকে ফোনে কথা বলতে পারি,ডাকতে পারি আমার বাড়িতে,আসুন আমার বাড়িতে মিষ্টি খাবেন। তাও আসবে না,আমি নিশ্চিত।”

প্রসঙ্গত, শনিবার দীর্ঘ ১১ ঘণ্টা তল্লাশি চালিয়ে সন্ধ্যা নাগাদ তাপস মণ্ডলের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তাপসের বাড়ি থেকে প্রচুর নথি উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। আগামী ২০ তারিখে তাপসকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে ব্রিজেস  মন্ডল। তবে তাপস সম্পূর্ণভাবে নির্দোষ বলে দাবি করেছেন তাঁর ছেলে। 

 

Next Article