Madan Mitra: ‘কালীপুজোর পর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আসছে পশ্চিমবঙ্গে’, কেন এমন কথা মদনের মুখে?

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 17, 2022 | 1:15 AM

North 24 Parganas: একইসঙ্গে মদন মিত্র এদিন বলেন, তিনি শুধু তৃণমূলের বিধায়ক নন। সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলেরই বিধায়ক।

Madan Mitra: কালীপুজোর পর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আসছে পশ্চিমবঙ্গে, কেন এমন কথা মদনের মুখে?
বিধায়ক মদন মিত্র।

Follow Us

উত্তর ২৪ পরগনা: মদন মিত্র (Madan Mitra) শুধু ‘কালারফুল’ই নন। রাজনীতির কারবারিরা বলেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্যের ক্ষেত্রে তিনি বেশ ‘পাওয়ারফুল’ও। সেই মদন মিত্র রবিবার বেলঘরিয়ায় বিজয়া সম্মিলনীতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন। মদন মিত্রকে বলতে শোনা যায়, “কালীপুজোর পর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ ঘিরে এগিয়ে আসছে। তাকে মোকাবিলা করতে হবে।” যদিও এর বেশি কিছু বলতে চাননি মদন। এই বক্তব্যের ব্যাখ্যাতেও যাননি তিনি। তবে কামারহাটির তৃণমূল বিধায়কের এ হেন মন্তব্য নিছক ‘হাওয়ায় ভাসানো কথা’ বলে মেনে নিতে নারাজ রাজনৈতিক মহল। বিশেষ করে বর্তমানে রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি চলছে, সেখানে আলোর উৎসবের পর আবার কোনও ঘনঘটা অপেক্ষা করছে না তো, প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মধ্যেও।

বেলঘরিয়া বিটি রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিজয়া সম্মিলনী ছিল। সেই অনুষ্ঠানেই মদন মিত্র বলেন, “বিধায়ক হিসাবে একটাই কথা বলে যাই, আমি যেখানেই যাচ্ছি লক্ষ্য করছি প্রচুর পতাকা দিয়ে সিপিএম আমার রাস্তাটা সাজিয়ে দিচ্ছে। আমি সত্যিই কৃতজ্ঞ। এলাকার বিধায়ক আসছে। ওরা পতাকা দিয়ে সাজিয়ে দিচ্ছে। পতাকা কম পড়লে আমি পাঠিয়ে দেব। আরও সাজিয়ে দিক। কিন্তু একটা কথা সিপিএম-বিজেপি-কংগ্রেস সবাই জেনে রাখবেন মদন মিত্র শুধু তৃণমূলের এমএলএ নয়, মদন মিত্র বিজেপির এমএলএ, সিপিএমের এমএলএ, কংগ্রেসের এমএলএ। আপনাদের ডেকে বলার অধিকার আছে।”

এরপরই বোমাটা ফাটান মদন। বলেন, “শুধু আগাম বলে রাখি কালীপুজোর পর একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পশ্চিমবঙ্গ ঘিরে এগিয়ে আসছে। তাকে মোকাবিলা করতে হবে। মোকাবিলা আমরা করব। লড়ব আমরা।” মদনের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার বিজেপি যুব মোর্চার আহ্বায়ক জয় সাহা বলেন, “ওঁর বক্তব্যটা আমি শুনেছি। উনি একজন জনপ্রতিনিধি হিসাবে যে কথা বলেছেন, উনি শুধু তৃণমূলের নন, বিজেপি, সিপিএম, কংগ্রেসেরও বিধায়ক। একদম সঠিক কথা বলেছেন। কারণ এই রাজনৈতিক পরিবেশটারই অভাব। তবে কালীপুজোর পর উনি যে ঝড়ের উল্লেখ করেছেন তাতে স্পষ্ট উনি নিজের দলের রাজনৈতিক অবস্থান নিয়ে কতটা ভীত।”

Next Article