HS 2024: ‘উত্তম তো চুনোপুঁটি, আসলকে ধরেছে কি?’, উচ্চমাধ্যমিক পরীক্ষাহলের সামনেও এক আলোচনা

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Feb 16, 2024 | 10:30 AM

Sandeshkhali: সন্দেশখালির পরীক্ষার্থীদের সিট পড়েছে জেলিয়াখালিতে। সেই জেলিয়াখালি, যা কয়েকদিন ধরে লাগাতার শিরোনামে। সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত উত্তম সর্দার, শিবু হাজরাদের আদি বাড়ি এখানে। ফলে সেই জেলিখালিতে সন্দেশখালির পরীক্ষার্থীদের আসতে হচ্ছে, যা নিয়ে উদ্বেগ কিছুটা রয়েছেই অভিভাবকদের।

HS 2024: উত্তম তো চুনোপুঁটি, আসলকে ধরেছে কি?, উচ্চমাধ্যমিক পরীক্ষাহলের সামনেও এক আলোচনা
জেলিয়াখালিতে সিট পড়েছে সন্দেশখালির উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

সৌরভ দত্ত

বসিরহাট: আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অতি সতর্ক সংসদ। সন্দেশখালির রাধারাণী স্কুলে রয়েছে মেইন সেন্টার। এখানকার সঙ্গে বিশেষ যোগাযোগ রাখছে বিদ্যাসাগর ভবন। জেলা প্রশাসনের সঙ্গে বারবার কথা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। সন্দেশখালির পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কোনওভাবেই দেরি না হয়, তা দেখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধও জানিয়েছে সংসদ।

এই মুহূর্তে সন্দেশখালি আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত এক মাস ধরে এখানকার শান্তিশৃঙ্খলা লাটে উঠেছে। ক্রমেই দলীয় রাজনীতির আকচাআকচি আরও বেশি করে অস্থির করে রেখেছে সন্দেশখালিকে। এই আবহে শুক্রবার থেকে সেখানকার ছেলে মেয়েরাও বসতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। বৃহস্পতিবারই পুলিশের তরফে মাইকিং চলেছে এলাকায়। ঘোষণা করা হয়েছে, ১৪৪ ধারা জারি থাকলেও তাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যাই হবে না। পরীক্ষার দিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে।

তবে সন্দেশখালির পরীক্ষার্থীদের সিট পড়েছে জেলিয়াখালিতে। সেই জেলিয়াখালি, যা কয়েকদিন ধরে লাগাতার শিরোনামে। সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত উত্তম সর্দার, শিবু হাজরাদের আদি বাড়ি এখানে। ফলে সেই জেলিয়াখালিতে সন্দেশখালির পরীক্ষার্থীদের আসতে হচ্ছে, যা নিয়ে উদ্বেগ কিছুটা রয়েছেই অভিভাবকদের।

সন্দেশখালির এক অভিভাবকের কথায়, “উত্তম তো চুনোপুঁটি। আসলকে ধরেছে কি? তাহলে আর আমরা কীভাবে নিশ্চিন্ত থাকতে পারব?” আরেক পরীক্ষার্থীর মা অবশ্য বলছেন, “এখনও অসুবিধা কিছু হয়নি। গাড়ি, খেয়া সবই ঠিকমতো পেয়েছি।” পরীক্ষা সুষ্ঠুভাবে করতে সন্দেশখালিতে বিশেষ নজর থাকছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

Next Article