Bharat Jodo Yatra : ‘রাহুল গান্ধীর জন-সংযোগ রয়েছে, কিন্তু অধীর…’, ভারত জোড়ো যাত্রা নিয়ে কটাক্ষ জ্যোতিপ্রিয়র
Adhir Chowdhury: ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। তবে কংগ্রেসের এই কর্মসূচিকেই কটাক্ষ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
বারাসত: রাহুল গান্ধীর নেতৃত্বে কাশ্মীর থেকে কন্যাকমারী পর্যন্ত চলছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। আন্দোলনের অংশ হিসেবে এ রাজ্যেও শুরু হয়েছে পদযাত্রা। বাংলায় যার নাম দেওয়া হয়েছে ‘সাগর থেকে পাহাড়’। দক্ষিণের সাগর থেকে শুরু করে উত্তরের কার্শিয়াং পর্যন্ত চলবে এই পদযাত্রা। ২৩ জানুয়ারী পর্যন্ত এই পদযাত্রা রাজ্যের ১০টি জেলাকে পরিক্রমা করবে। তবে কংগ্রেসের এই কর্মসূচিকেই কটাক্ষ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
কী বললেন রাজ্যের মন্ত্রী?
আজ বারাসতে জ্যোতিপ্রিয় মল্লিক এসে বলেন, “অধীর চৌধুরী থাকতে ভারত জোড়া হবে না। ভেঙে যাবে। মধ্যমগ্রামে যদি আরও বেশি কিছু কংগ্রেস থেকে থাকে সেটা ভেঙে আরও কয়েক টুকরো হয়ে যাবে।” একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাহুল গান্ধীর একটা জন-সংযোগ আছে। তাঁর ভারত জোড়া যাত্রার মূল্য আছে।কিন্তু অধীর! ভারতজোড়া যাত্রা এই বাংলায় কোনও মূল্য নেই। আর বারাসত জোড়ো যাত্রার কোনও মূল্য আছে। অধীর চৌধুরী ভারত-জোড়ো যাত্রা করছেন। এটাও নাকি বাংলার মানুষ দেখবেন। ”
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সকালে সাগরের কপিলমুনি মন্দির চত্ত্বর থেকে এই পদযাত্রার সূচনা করেন অধীর চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান সহ প্রদেশ নেতৃত্ব। বিজেপির বিভাজনের রাজনীতি, কর্মসংস্থানের দাবি ও এ রাজ্যে একাধিক দুর্নীতির বিরুদ্ধে এই পদযাত্রা। যাত্রাপথে তুলে ধরা হবে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে।
এ দিন, মধ্যমগ্রাম বিটি রোডে অধীর চৌধুরীর নেতৃত্বে আসে ভারত জোড়ো যাত্রা। তাঁর বক্তব্য, কংগ্রেস একটি বিকল্প শক্তি। আমাদের হারানোর কিছু নেই। আমরা আবার ফিরে পাব। আমরা এই বাংলায় সরকার গঠন করব। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে।” একই সঙ্গে তিনি আবাস দুর্নীতি নিয়ে বক্তব্যও রাখেন।