উত্তর ২৪ পরগনা: খড়দহের শিবনাথ খুনের ঘটনার তদন্তে নেমে ফাঁস হল আরও এক খুনের ঘটনা। অভিযুক্তও একই ব্যক্তি। অর্থাৎ শিবনাথ খুনে ধৃত বিপ্লব দাস খুন করেছে আরও এক ব্যক্তিকে।
প্রসঙ্গত, শনিবার গিরিবালা ঘাট থেকে উদ্ধার হয় শিবনাথ দাস নামে এক ব্যক্তির দেহ। ঘটনায় গ্রেফতার সোমবার সকালে আগরপাড়া থেকে গ্রেফতার করা হয় বিপ্লব দাস নামে এক যুবককে। ধৃত বিপ্লব দাসকে পুলিশ জেরা করে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন। গত ১৯ তারিখ পানিহাটি গিরিবালা ঘাটে উদ্ধার হয়েছিল নারায়ণপুর থানার কাটাখালের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের শেখর পালের মৃতদেহ। সেই মৃতদেহ খুনেও জড়িত এই বিপ্লব দাসই। পুলিশের কাছে শিবনাথের খুনের কথা স্বীকার করার পর শেখরের খুনের কথাও স্বীকার করে নেয় সে।
ধৃত জেরায় জানিয়েছে, শেখরকেও অতিরিক্ত মদ্যপানের পর খুন করে গঙ্গায় পুঁতে দিয়েছিল সে। একই কায়দায় খুন করেছিল শিবনাথকেও। কিন্তু তাকে ভালো ভাবে গঙ্গায় পুঁতে ফেলতে পারেনি। শিবনাথের দেহ উদ্ধার হয়। একই জায়গায় দুই মৃতদেহ লোপাট করে দিতে চেয়েছিল সে। পুলিশি জেরায় স্বীকার করেছে বিপ্লব। বিপ্লবের মানসিক স্থিতাবস্থা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।
তবে কেন পরপর দুজনকে খুন করল বিপ্লব?
শিবনাথের পরিবারের তরফে আগে থেকেই খুনের অভিযোগ তোলা হয়েছিল। শিবনাথের মাথার পিছনে গভীর আঘাত ছিল। টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছিল বলেও পরিবারের তরফে জানানো হয়। এরপর তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তবে এক্ষেত্রে পুলিশকে আরও একটি বিষয় ভাবাচ্ছিল। কারণ যে জায়গা থেকে শিবনাথের দেহ উদ্ধার হয়েছে, ঠিক এক সপ্তাহ আগেও ওই একই জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এবং তাঁরও মাথার পিছনে গভীর আঘাত ছিল। তাঁকেই একই কায়গায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ মনে করছিল, দুই ঘটনার পিছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারে। শিবনাথের খুনের তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তারপর জেরায় দুটি খুনের কথাই বিপ্লব স্বীকার করে বলে পুলিশের দাবি।
বিপ্লব আদতে বারাসতের নারায়ণপুরের ছেলে। তার কথাবার্তা শুনে পুুলিশের মনে হয়েছে, মানসিক স্থিতাবস্থা ঠিক নেই। কেন পরপর দু’জনকে খুন করেছে সে, তা এখনও স্পষ্ট করে বলেনি বিপ্লব। শিবনাথ ও শেখরের সঙ্গে তার কীভাবে পরিচয় হল, কেন তাদের প্রতি আক্রোশ জন্মাল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দশ দিনের হেফাজত চেয়ে বিপ্লবে আদালতে পেশ করছে পুলিশ।
আরও পড়ুন: Bengal BJP Whatsapp Group: ‘বিদ্রোহের আগুন’ কি দ্রুত ছড়াচ্ছে বিজপিতে? আজ দলে গুরুত্বপূর্ণ বৈঠক