Khardha Murder Update: কী কারণে একই কায়দায় দু’জনকে খুন করে গঙ্গার পাকে পুঁতেছিল সে? জেরায় জানাল বছর কুড়ির যুবক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 27, 2021 | 2:15 PM

Khardha Murder Update: পানিহাটির যুবক শিবনাথ দাস খুনের তদন্তে রয়েছে পরতে পরতে রহস্য।

Khardha Murder Update: কী কারণে একই কায়দায় দুজনকে খুন করে গঙ্গার পাকে পুঁতেছিল সে? জেরায় জানাল বছর কুড়ির যুবক
বাঁ দিক থেকে শেখর, শিবনাথ, ধৃত বিপ্লব (নিজস্ব চিত্র)

Follow Us

উত্তর ২৪ পরগনা: নেশার টাকা না দেওয়াতেই খুন! পুলিশের জেরায় স্বীকার করল খড়দহ জোড়া খুনে ধৃত যুবক। আদালতে যাওয়ার পথেই ক্যামেরার সামনে খুনের কথা স্বীকার করে ধৃত বিপ্লব দাস। এদিকে, এরকম ‘খুনী’র কথা জানতে পেরে আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

পানিহাটির যুবক শিবনাথ দাস খুনের তদন্তে রয়েছে পরতে পরতে রহস্য। ধৃত বিপ্লব দাসকে জেরা করে নতুন তথ্য পায় পুলিশ। পুলিশের দাবি, জেরায় বিপ্লব কবুল করেছে, শেখর পাল নামে আরও এক যুবককে খুন করে সে গঙ্গার পাড়ে পুঁতে রেখেছিল। শেখর নারায়ণপুর থানার কাটাখালের বাসিন্দা। শিবনাথ ও শেখরকে একই কায়দায় বিপ্লব খুন করেছে জেরায় স্বীকার করেছে, এমনটাই দাবি পুলিশের।

ধৃত জেরায় জানিয়েছে, শেখরকেও অতিরিক্ত মদ্যপানের পর খুন করে গঙ্গায় পুঁতে দিয়েছিল সে। একই কায়দায় খুন করেছিল শিবনাথকেও। কিন্তু তাকে ভালো ভাবে গঙ্গায় পুঁতে ফেলতে পারেনি। শিবনাথের দেহ উদ্ধার হয়। একই জায়গায় দুই মৃতদেহ লোপাট করে দিতে চেয়েছিল সে। পুলিশি জেরায় স্বীকার করেছে বিপ্লব। বিপ্লবের মানসিক স্থিতাবস্থা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

তবে কেন পরপর দুজনকে খুন করল বিপ্লব?

শিবনাথের পরিবারের তরফে আগে থেকেই খুনের অভিযোগ তোলা হয়েছিল। শিবনাথের মাথার পিছনে গভীর আঘাত ছিল। টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছিল বলেও পরিবারের তরফে জানানো হয়। এরপর তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তবে এক্ষেত্রে পুলিশকে আরও একটি বিষয় ভাবাচ্ছিল। কারণ যে জায়গা থেকে শিবনাথের দেহ উদ্ধার হয়েছে, ঠিক এক সপ্তাহ আগেও ওই একই জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এবং তাঁরও মাথার পিছনে গভীর আঘাত ছিল। তাঁকেই একই কায়গায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ মনে করছিল, দুই ঘটনার পিছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারে। শিবনাথের খুনের তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তারপর জেরায় দুটি খুনের কথাই বিপ্লব স্বীকার করে বলে পুলিশের দাবি।

বিপ্লব আদতে বারাসতের নারায়ণপুরের ছেলে। তার কথাবার্তা শুনে পুুলিশের মনে হয়েছে, মানসিক স্থিতাবস্থা ঠিক নেই। কেন পরপর দু’জনকে খুন করেছে সে, তা এখনও স্পষ্ট করে বলেনি বিপ্লব। শিবনাথ ও শেখরের সঙ্গে তার কীভাবে পরিচয় হল, কেন তাদের প্রতি আক্রোশ জন্মাল, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দশ দিনের হেফাজত চেয়ে বিপ্লবে আদালতে পেশ করছে পুলিশ।

আরও পড়ুন: BJP MLA Whatsapp Group Left: বিজেপিতে Whatsapp বিক্ষোভ! কারণ তলিয়ে বললেন শীর্ষ নেতৃত্ব

আরও পড়ুন: Bengal BJP Inner Clash: টাকা নিয়ে দলের বিরুদ্ধে অন্তর্ঘাত! পুরভোটে হারের কারণ বিশ্লেষণে নয়া তথ্য

Next Article