বরানগর: দক্ষিণেশ্বর (Dakhineswar) অটো স্ট্যান্ডের পাশে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তারক সাউ (৪৪)।
মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বর অটো স্ট্যান্ডের পাশে গাড়ি সারাইয়ের গ্যারেজে আগুন লাগে। গ্যারেজের মধ্যে মজুত ছিল গ্যাস সিলিন্ডার। পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। নিমেশে আগুন ভয়াবহ আকার নেয়। গ্যারেজের পাশে থাকা বেশ কয়েকটা দোকানও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: কোভিড ভ্যাক্সিন বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে ঝুলল তালা!
পরে দেখা যায় গ্যারেজের ভিতর দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে একটি দেহ। স্থানীয়দের থেকে জানা যায় ,মৃত ব্যক্তির নাম তারক সাউ। তিনি ওখানেই কাজ করতেন। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী ভাবে আগুন লেগেছে তা এখনও পরিষ্কার নয়।
তবে এই ভাবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। একের পর এক সিলিন্ডার যখন ফেটেছে, বিকট শব্দে কেঁপে উঠেছে এলাকা। অবৈধভাবে ওখানে সিলিন্ডার মজুত করা ছিল বলে অভিযোগ। এর থেকে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাশেই ঝুপড়িবাসীদের বাস। তাছাড়াও যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তা যথেষ্টই জনবহুল, ঘিঞ্জি এলাকা। তাই আরও বড় কোনও বিপদের আশঙ্কা ছিলই। বছর খানেক আগেই আগুনে ভস্মীভূত হয়েছে দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকার বস্তি। ঘিঞ্জি ওই এলাকায় আগুন লাগার প্রবল সম্ভাবনা থাকে। তাই এই ধরনের অবৈধভাবে সিলিন্ডার মজুতের ঘটনায় প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও।