বসিরহাট: পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বসিরহাটের (Basirhat) মিনাখাঁর (Minakhan) চৈতল গ্রাম পঞ্চায়েতের নিমিচি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমিচি গ্রামের বাসিন্দা বছর বত্রিশের রাজা মন্ডলের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণার নলমুড়ি গ্রামের বাসিন্দা রাজিয়ার বিয়ে হয়। বিয়ের সময় লক্ষাধিক টাকা, আসবারপত্র ও সোনার গয়না দেওয়া হয়। বিয়ের এক বছর পর থেকেই আরও টাকা দাবি করেন স্বামী এবং শ্বশুর-শাশুড়ি।
অভিযোগ, সেই পণ দিতে না পারায় শুরু হয় রাজিয়ার ওপর অত্যাচার। মাস ছয়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দেন রাজিয়া। তারপর থেকে অত্যাচার আরও বেড়ে যায়। সোমবার গভীর রাতে স্বামী রাজু মন্ডল বাড়ি না থাকার সুবাদে শ্বশুর ও শাশুড়ি বৌমাকে প্রথমে গলা টিপে, পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ।
গ্রামবাসীদের সন্দেহ হলে তাঁরাই প্রথমে ডাকাডাকি করতে থাকেন। কোনও সাড়া না মেলায় মিনাখাঁ থানায় খবর দেন তাঁরা। শুধু বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন তাঁরা। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে রাজিয়াকে উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দুই সন্তানকে দু’হাতে চেপে থানায় ঢুকে বুকফাঁটা কান্না মহিলার! জানালেন ঠিক কতটা নৃশংস কাজ করেছেন তিনি
ইতিমধ্যেই এই ঘটনায় শ্বশুর-শাশুড়ি, স্বামী ও ননদের বিরুদ্ধে মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাজিয়ার বাপের বাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে মিনাখাঁ থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।