কোভিড ভ্যাকসিন বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে ঝুলল তালা!
জলপাইগুড়ি (Jalpaiguri) পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কোভিড (COVID) ভ্যাক্সিন বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝোলালেন ভ্যাক্সিন নিতে আসা মানুষজন।
জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে কোভিড (COVID) ভ্যাক্সিন বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝোলালেন ভ্যাক্সিন নিতে আসা মানুষজন।
অভিযোগ, প্রায় ৩ ঘন্টা ধরে তালা বন্ধ করে রাখা হয় । ঘটনায় তুমুল উত্তেজনা জলপাইগুড়ি ১৮ নং ওয়ার্ডে। পরে পুলিশ গিয়ে তালা খুলে উদ্ধার করে স্বাস্থ্য কর্মীদের। ঘটনায় দুরখ প্রকাশ করেন স্বাস্থ্য কেন্দ্রের কেয়ারটেকার।
এলাকাবাসীদের অভিযোগ, হাসপাতাল থেকে ১৬০ জনকে কুপন দেওয়া হয়েছে। এছাড়া এলাকার ১২ জন বয়স্ক ব্যাক্তিকে আলাদা করে ভ্যাক্সিন দেওয়ার কথা।
ভ্যাক্সিন দেওয়ার কাজ বিকেল ৪ টে নাগাদ শেষ হয়ে যায়। এরপর দেখা যায় লাইনের ফাঁক গলে দু’একজন করে লোক ঢুকে ভ্যাক্সিন নিয়ে চলে আসছে বলে অভিযোগ। আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন এলাকাবাসীরা। স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন তাঁরা। খবর পেয়ে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুন: নজরবন্দি হয়ে ‘ভাল লাগছে’ অনুব্রতর, বললেন ‘কমিশন বেশ আনন্দ পায়’
সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে হাহাকার ভ্যাকসিনের। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘণ্টা লাইন দিয়েও ভ্যাকসিন না মেলায় ক্ষোভ। হাসপাতালে ভ্যাকসিনের লাইনেও উঠছে স্বজনপোষণের অভিযোগ। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হাতাহাতি, লাইনে দাঁড়ানো মানুষের বিক্ষোভ- এটাই এখন অতিমারি বাংলার বিভিন্ন হাসপাতালের চিত্র।