AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kali Puja 2025: কালীপুজোর উদ্বোধনে গিয়ে বারাসতে এক ঘণ্টা যানজটে আটকে এলাকারই বিধায়ক, সঙ্গে মন্ত্রী

Barasat Kali Puja: ১১ নম্বর রেলগেটের কাছে প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় যানজটে আটকে পড়েন। ১৫ বছরে কোনওদিনই তাঁর এরকম অভিজ্ঞতা হয়নি বলেও অকপটেই জানালেন। তবে বারাসতের কালীপুজো যে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব তাও পুজোর উদ্বোধনী মঞ্চে গিয়ে জানাতে ভুললেন না।

Kali Puja 2025: কালীপুজোর উদ্বোধনে গিয়ে বারাসতে এক ঘণ্টা যানজটে আটকে এলাকারই বিধায়ক, সঙ্গে মন্ত্রী
কী বললেন চিরঞ্জিত? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Oct 19, 2025 | 9:28 AM
Share

বারাসত: বারাসত হোক বা নৈহাটি, বিগত কয়েক বছরে ভিড়টা যেন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই দিকে দিকে চলছে উদ্বোধন। আর সেই উদ্বোধনে গিয়ে আটকে পড়লেন খোদ এলাকারই বিধায়ক। আটকে রইলেন খোদ মন্ত্রীও। ছবিটা বারাসতের। দিন দুই আগে বারাসতে কালীপুজোর উদ্বোধনে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। আর সেখানে এসেই এ ঘটনা। ১১ নম্বর রেলগেটের কাছে প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় যানজটে আটকে পড়েন। ১৫ বছরে কোনওদিনই তাঁর এরকম অভিজ্ঞতা হয়নি বলেও অকপটেই জানালেন এলাকার বিধায়ক। তবে বারাসতের কালীপুজো যে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব তাও পুজোর উদ্বোধনী মঞ্চে গিয়ে জানাতে ভুললেন না। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “আমি এত আগে থেকে এত ভিড় মনে হয় কোনওদিন শুনিনি। দেখিওনি। তার মানে মানুষের মনে একটা উৎসাহ রয়েছে। মন্ত্রীও বলছিলেন এরকম ভিড় তিনিও কোনওদিন দেখেননি।” তবে রেল গেটের কাছে এ ঘটনায় তিনি রেলের উপরেও কিছুটা ক্ষোভ উগরে দেন। তাঁদের কাজে কোনও খামতি আছে বলেই মত তাঁর। বলেন, “ওদের কোনও একটা সমস্যা ছিল গেটটা ফেলতে পারল না। ট্রেনগুলো আটকে গেল।”   

এদিকে সামনে আবার বিধানসভা ভোট। তিনি কী আর টিকিট পাবেন? চিরঞ্জিতের সাফ কথা, “সংশয় আমার মনে সবসময় থাকে।তবে মুখ্যমন্ত্রী দাঁড়াতে বললে আবার দাঁড়াব। ওনার নির্দেশ আমি তো কখনও অমান্য করিনি। তারপরেও যে আমি বিধায়ক হয়ে যাব এমনটা নয়। এখানকার মানুষ যদি আমাকে ভোট দেন তবেই তো জিতব।”