Road Block : যশোর রোডে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, দুর্ঘটনা ঘটতেই পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 27, 2022 | 11:31 PM

Road Block : বিক্ষোভকারীদের আরও দাবি, এই প্রথম নয়। দিনের পর দিন এই বেলঘড়িয়া বাইপাসে দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। তাতেই বাড়ছে ক্ষোভ।

Road Block : যশোর রোডে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, দুর্ঘটনা ঘটতেই পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

Follow Us

হাবড়া : বাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ আহত যুবক। এ ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ল যশোর রোড (Joshar Road)। পুলিশের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বাইকের চালক। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাবড়া থানার অন্তর্গত বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি বাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন বাইকের চালক। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, রাতের অন্ধকারে দাঁরিয়ে পুলিশ ওই জায়গায় তোলা তুলছিল। পুলিশের হাত থেকে বাঁচতেই বাইক চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই ভ্যানের সঙ্গে  তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন বাইক চালক সান্টু মন্ডল।  

বিক্ষোভকারীদের আরও দাবি, এই প্রথম নয়। দিনের পর দিন এই বেলঘড়িয়া বাইপাসে দুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। তাতেই এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে পুলিশের। সিংহভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। এদিকে অবরোধ শুরু হতেই ঘটনাস্থলে যায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের একপ্রস্থ বাদানুবাদও হয়। তবে শেষ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা পর উঠে যায় অবরোধ। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শিপন দে বলেন, “ আজ একটা সিভিক পুলিশ ওই জায়গায় অন্ধকারে দাঁড়িয়ে ছিল। বাইকে করে একটা ছেলে আসছিল তখন। ওকে হাত দেখিয়ে দাঁড়াতে বলতেই ও অন্যদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে যায়। পুলিশ এখানে প্রতিদিন টাকা তোলে। আমাদের স্পষ্ট দাবি এই কাজ এই এলাকায় চলবে না। সে কারণেই আজকে অবরোধ করে প্রতিবাদ জানানো হল।”

Next Article