AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nawsad siddique on Police: ‘দিস ইস নট ডান! সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না’ পাল্টা SDPO-কে আঙুল উঁচিয়ে নওশাদ বললেন, ‘দালালকে দালালই বলব…’

Nawsad siddique: পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায়, "আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।" এরপর চিৎকার করে নওশাদ বলেন, "হাইকোর্ট এখনও বন্ধ হয়নি...।"

| Edited By: | Updated on: May 16, 2024 | 4:30 PM
Share

শাসন: তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত শাসন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির সভার আগে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। জানা গিয়েছে, আইএসএফ-এর পতাকা লাগানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। এরপর সেই জলগড়ায় বহুদূর। গোটা বিষয়টির অভিযোগ পেতেই নওশাদ পৌঁছয় থানায়। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে।

পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপর চিৎকার করে নওশাদ বলেন, “হাইকোর্ট এখনও বন্ধ হয়নি…।” পাল্টা আবার এসডিপিও বলেন, “আমরা এখানে দু’দিন ধরে কাজ করছিল। আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।”

আজ বসিরহাট লোকসভার বেশ কয়েকটি জায়গায় সভা ছিল নওশাদের। এরপর সেই সভাকে কেন্দ্র করে ঝান্ডা লাগানোর কাজ করছিলেন আইএসএফ কর্মী সমর্থকরা। অভিযোগ, কেন আইএসএফ-এর পতাকা লাগানো হয়েছে এই নিয়ে ঝামেলা হয় তৃণমূলের সঙ্গে। শুধু তাই নয়, অভিযোগ ওঠে এক আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। এরপর ঘটনাস্থলে নওশাদ সিদ্দিকি আসলে আরও এক দফায় বচসার সৃষ্টি হয়। এরপর গোটা বিষয়টির অভিযোগ জানাতে থানায় যান আইএসএফ নেতা। সেই সময় এসডিপিও ও তাঁর উপস্থিতিতে যে সমস্ত পুলিশ কর্মী ছিলেন তাদের উপর ব্যপক চিৎকার করেন নওশাদ। আঙুল উঁচিয়ে কথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নওশাদের সঙ্গে আলোচনা করছেন।