Deganga: ১০০ দিনের কাজ মানুষ পাচ্ছেন কি না, ঘুরে দেখল কেন্দ্রের দল

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 22, 2022 | 8:09 PM

Central Team: এ রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্প-সহ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার তিনটি পঞ্চায়েত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Deganga: ১০০ দিনের কাজ মানুষ পাচ্ছেন কি না, ঘুরে দেখল কেন্দ্রের দল
কেন্দ্রীয় দল দেগঙ্গায়। নিজস্ব চিত্র।

Follow Us

উত্তর ২৪ পরগনা: ১০০ দিনের প্রকল্পের কাজ কোন পথে এগোচ্ছে, খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে দেখছে তারা। শনিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তিনটি পঞ্চায়েত এলাকা পরিদর্শন করে তারা। ঘুরে দেখে রাজ্য সরকারের প্রতি সন্তোষও প্রকাশ করে বলে সূত্রের খবর।

এ রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্প-সহ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার তিনটি পঞ্চায়েত এলাকা পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন তারা দেগঙ্গা ব্লকের বেড়াচাপা-১, চৌরাশি-সহ চাকলা গ্রামপঞ্চায়েত এলাকা ঘুরে দেখে। ওই দলে কেন্দ্রের দু’জন প্রতিনিধি ছিলেন। সঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পের জেলার দুই আধিকারিকও ছিলেন। তিন পঞ্চায়েত এলাকার ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ পরিদর্শন করেন তাঁরা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের সঙ্গেও কথা বলেন। প্রশাসন সূত্রে খবর, দেগঙ্গার তিন পঞ্চায়েত এলাকার ১০০ দিনের কাজ-সহ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি।

এদিন প্রথমেই কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি যান দেগঙ্গার নেড়াচাপা-১ পঞ্চায়েত অফিসে। সেখানে তাঁরা ১০০ দিনের কাজের প্রকল্পের সাত ধরনের রেজিস্ট্রার খতিয়ে দেখেন। পঞ্চায়েত এলাকার জবকার্ড হোল্ডাররা কাজ পাচ্ছেন কি না, কাজের জন্য টাকা পাচ্ছেন কি না তাও জানতে চান। এরপর যান বেড়াচাপা-১ পঞ্চায়েত এলাকায়। সেখানে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘর পরিদর্শন করেন।

পঞ্চায়েতের ইয়াসপুর গ্রামের পাকা নিকাশিনালা, স্কুলের সীমানা প্রাচীর ঘুরে দেখেন। কাউকেপাড়ার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার ঘরও দেখেন তাঁরা। সেখান থেকে যান চ্যাংদানা গ্রামের ভূমি উন্নয়নের কাজ দেখতে। এলাকার ঢালাই রাস্তাও খতিয়ে দেখেন কেন্দ্রের প্রতিনিধিরা। চৌরাশি গ্রামপঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামে গিয়ে নতুন পুকুর খননের কাজের খতিয়ান নেন। সার্বিকভাবে এই কাজে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন বলেই সূত্রের দাবি। কেন্দ্রীয় দলের সদস্যরা জানান, এটা আভ্যন্তরীন একটা পরিদর্শন। এর ভিত্তিতে রিপোর্ট দেবেন তাঁরা।

আরও পড়ুন: Parcel Blast: পার্সেল বিস্ফোরণ! ‘বাবা কোনওদিন অনলাইনে জিনিস কেনে না’, কে পাঠাল উপহার, হতবাক বাবলুর ছেলে

Next Article