ONGC in Ashoknagar: অশোকনগরে আবার ‘ব্ল্যাক গোল্ড’! বাইগাছির পর এবার দৌলতপুরেও তেলের ভাণ্ডারের হদিশ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 17, 2022 | 8:21 PM

ONGC : অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে ওএনজিসি কর্তৃপক্ষ দৌলতপুরে কূপ খননের উদ্বোধন করে। দিন চারেকের মধ্যে খননের কাজ শুরু হবে। উত্তোলন শুরু হলে বাড়বে কর্মসংস্থান। সেই সঙ্গে এলাকারও উন্নতি হবে। এক সুর ওএনজিসি কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের গলায়।

ONGC in Ashoknagar: অশোকনগরে আবার ব্ল্যাক গোল্ড! বাইগাছির পর এবার দৌলতপুরেও তেলের ভাণ্ডারের হদিশ
অশোকনগরে ওএনজিসি

Follow Us

অশোকনগর : অশোকনগরে ‘ব্ল্যাক গোল্ড’। বাইগাছির পর এবার দৌলতপুর। খুব দ্রুতই এগোচ্ছে ওএনজিসির দ্বিতীয় ইউনিটের কাজ। এলাকার ১৫ বিঘা জমির ওপর তৈরি হয়েছিল তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র। দৌলতপুরে কূপ খননের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক। অশোকনগরের বাইগাছিতে আগেই তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছিল ওএনজিসি। এবার বাইগাছির কাছে দৌলতপুরেও ‘ব্ল্যাক গোল্ডে’র হদিশ মিলল। প্রাথমিক সমীক্ষায় পাওয়া তেলের মান উন্নত বলেই দাবি করেছে সংস্থা। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উপস্থিতিতে ওএনজিসি কর্তৃপক্ষ দৌলতপুরে কূপ খননের উদ্বোধন করে। দিন চারেকের মধ্যে খননের কাজ শুরু হবে। উত্তোলন শুরু হলে বাড়বে কর্মসংস্থান। সেই সঙ্গে এলাকারও উন্নতি হবে। এক সুর ওএনজিসি কর্তৃপক্ষ ও স্থানীয় বিধায়কের গলায়।

অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এই বিষয়ে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্থানীয়ভাবে পুরসভা,পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য সমাজসেবী সংগঠনগুলিও ঝাঁপিয়ে পড়েছি এই কাজের সঙ্গে। যাতে এলাকার মানোনন্নয়ন হয়।” তৈল কূপ খননের উদ্বোধনে খুশি এলাকাবাসীরাও। যেখানে ওএনজিসি তেলের সন্ধান পেয়েছে, তার কাছেই একটি দোকান রয়েছে স্থানীয় বাসিন্দা সারজিনা বিবির। তাঁর কথায়, “আমরা খুব গর্বিত। এখানে আমাদের দৌলতপুরে ওএনজিসি তেল পেয়েছে, এতে আমরা খুব খুশি। উন্নতি তো হবেই।”

এদিকে আর কিছুদিনের মধ্যেই অশোকনগরের যে সমস্ত জায়গায় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলির খননের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। আগামী দুবছরে ১৪ টি জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস ও তেল খনন চলবে।

উল্লেখ্য, অশোকনগরের বাইগাছিতে বেশ কয়েক বছর আগেই তেলের সন্ধান পেয়েছিল ওএনজিসি। সেখান থেকে বর্তমানে নিয়মিতভাবে তেল উত্তোলন করা হচ্ছে। এবার বাইগাছির অদূরেই অশোকনগরের দৌলতপুরেও তেলের ভাণ্ডারের হদিশ পেয়েছে ওএনজিসি। প্রাথমিকভাবে ওএনজিসির তরফে অনুমান করা হচ্ছে, এখানে পাওয়া তেল যথেষ্ট উন্নত মানের হতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই তেল উত্তোলনের কাজ শুরু করবে ওএনজিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Jhalda Councillor Murder: ‘ওদের যেন ফাঁসি হয়…’, শুভেন্দুকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন তপন কান্দুর স্ত্রী

Next Article