Partha Chatterjee: কোমরে দড়ি বেঁধে রাস্তায় নামিয়ে ‘নকল পার্থ’কে পেটালেন বিজেপি কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 27, 2022 | 3:50 PM

Khardah: জনতার নজর কাড়তে এক ব্যক্তিকে পার্থ চট্টোপাধ্যায় সাজানো হয়েছিল। ওই ব্যক্তি মুখে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ।

Partha Chatterjee: কোমরে দড়ি বেঁধে রাস্তায় নামিয়ে ‘নকল পার্থ’কে পেটালেন বিজেপি কর্মীরা
কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে নকল 'পার্থ'কে

Follow Us

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। এর পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ঝাঁঝ বাড়িয়েছে বিজেপি-সহ অন্য বিরোধী দল। বিজেপি জেলায় জেলায় চোর ধরো জেলে ভরো কর্মসূচি নিয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনার খড়দহে এই কর্মসূচি নিয়েছিল। সেই কর্মসূচিতে পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে এক ব্যক্তি ঘোরানো হয়। মারধর করে প্রতিবাদও করা হয়। সেখানকার বিজেপি নেতারা জানিয়েছে, রাজ্যের শাসকদল দুর্নীতিতে মজে রয়েছে। রাজ্যের অবস্থা খারাপ করে দিয়েছে।

প্রাক্তন শিক্ষমন্ত্রীর দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে খড়দহের বিটি রোডে মিছিল করে বিজেপি কর্মী, সমর্থকরা। সেখানে জনতার নজর কাড়তে এক ব্যক্তিকে পার্থ চট্টোপাধ্যায় সাজানো হয়েছিল। ওই ব্যক্তি মুখে পরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ। গায়ে পাঞ্জাবি। তাঁর কোমরে পরানো হয়েছিল দড়ি। ২ জন সেজেছিলেন ইডি অফিসার। ইডি অফিসার সাজা ২ জন কোমের দড়ি পরানো পার্থ চট্টোপাধ্যায় সাজা ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। পিছনে স্লোগান তুলছিলেন বিজেপি কর্মীরা। এর পর প্রতীকী মারধরও করা হয় পার্থ সাজা ব্যক্তি। দুর্নীতির প্রতিবাদে খড়দহে বিজেপির এই প্রতিবাদ পথচলতি জনতার বেশ নজর কেড়েছে।

বিজেপি-র অভিযোগ, দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের কার্যকপালে ‘কলুষিত’ হয়েছে সমাজ। বিজেপির উত্তর শহরতলির সভাপতি অরিজিৎ বক্সি বলেছেন, “সারা রাজ্য ব্যাপী চোর ধরে জেল ভরো কর্মসূচি পালন করেছে। কোটি কোটি টাকা মেরেছে রাজ্যের মন্ত্রীরা। তার খুব সামান্যই সামনে এসেছে। তৃণমূলের পাড়ার নেতাদের বাড়িতে ইডি রেড করলে কোটি কোটি টাকা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে দিয়েছে। সারা পশ্চিমবঙ্গবাসী এদের কাজে লজ্জিত।”

Next Article