উত্তর ২৪ পরগনা: সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। করুণ পরিণতি হল কৃষকের। ট্রাকের তলায় চাপা পড়ে মৃত্যু হয় মহম্মদ আবদুল হাই নামে বছর ৭০-এর এক ব্যক্তির। দেগঙ্গার জীবনপুর বাজার এলাকায় এদিন এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শীর্ণকায় হাড় জিরজিরে চেহারার ওই বয়স্ক ব্যক্তি একটি চাষের জন্য পাম্প মেশিন নিয়ে আসছিলেন। হঠাৎই একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন ওই ব্যক্তি। কার্যত তাঁর উপর দিয়েই ট্রাকটি চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে সাইকেলে একটি ছোট শ্যালো মেশিন নিয়ে ধান চাষ করার জন্য বেরিয়েছিলেন মহম্মদ আব্দুল। জীবনপুর বাজার সেন্ট্রাল ব্যাঙ্কের দিক থেকে রাজুকবেড়িয়ার দিকে ফিরছিলেন ওই কৃষক। উল্টোদিক থেকে একটি ট্রাক আসছিল। গন্তব্য ছিল হাবড়া। দশ চাকার সেই ট্রাকেই ধাক্কা লাগে। রক্তে ভেসে যায় রাস্তা। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন স্থানীয়রা। কিন্তু লাভ হয়নি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “ওই ব্যক্তি আসছিলেন সাইকেলে। একটা মেশিনও ছিল। পাম্প মেশিন। চাষবাসের সঙ্গে যুক্ত তিনি। ট্রাকটা যাওয়ার সময় ধাক্কা মেরে দেয়। লোকটা একেবারে গাড়ির তলায় গিয়ে পড়ে। সেখানেই শেষ।” জানা গিয়েছে, মহম্মদ আব্দুল চৌরাশি রাজুকবেড়িয়ার বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই গাড়ির চালক পলাতক। ঘাতক ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা অভিযোগ তোলেন, প্রায়ই বেপরোয়া গাড়ির পথচারীদের বিপদ ডেকে আনে। বড়সড় বিপদের আশঙ্কা সবসময়ই থেকে যায়। এদিন একটা জলজ্যান্ত প্রাণ শেষ হয়ে গেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।