Sandeshkhali: ‘মহিলাদের এমন জায়গায় মারো যাতে দেখাতে না পারে’, সন্দেশখালিতে পুলিশের পোশাকে ওরা কারা?

Sandeshkhali: ঘটনাস্থল সন্দেশখালির বেড়মজুর। শুক্রবার থেকে দফায়-দফায় উত্তপ্ত হয় এলাকা। মহিলাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে। এরপর রাতভর জেগে গ্রাম পাহাড়া দেন তাঁরা। এক মহিলা বলেন, "কালকে রাতে দেখি একটা বাইকে বসে তিনজন যাচ্ছে।"

Sandeshkhali: 'মহিলাদের এমন জায়গায় মারো যাতে দেখাতে না পারে', সন্দেশখালিতে পুলিশের পোশাকে ওরা কারা?
সন্দেশখালিতে আবার আক্রান্ত মহিলারাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 2:24 PM

সন্দেশখালি: একসময় সন্দেশখালির মহিলারা বলেছিলেন দশ বছর তাঁরা শেখ শাহজাহান ও তাঁর ভাইয়ের দলবলের জন্য ভোট দিতে পারেননি। কিন্তু এখন শাহজাহান জেলে। তবে আতঙ্ক কিছু পিছু ছাড়েনি সন্দেশখালির মহিলাদের। তাঁদের অভিযোগ এখনও শাহজাহানের ভাই সিরাজ ডাক্তারের দলবল গিয়ে মহিলাদের হেনস্থা করছেন। শুধু তাই নয়, পুলিশের পোশাক পরে নোংরা কথা বলছেন মহিলাদের উদ্দেশ্যে। আজ তাঁদের সঙ্গে কথা বলতে এলাকায় পৌঁছন বসিরহাট লোকসভার বাম প্রার্থী নিরাপদ সর্দার।

ঘটনাস্থল সন্দেশখালির বেড়মজুর। শুক্রবার থেকে দফায়-দফায় উত্তপ্ত হয় এলাকা। মহিলাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মারধর করেছে। এরপর রাতভর জেগে গ্রাম পাহাড়া দেন তাঁরা। এক মহিলা বলেন, “কালকে রাতে দেখি একটা বাইকে বসে তিনজন যাচ্ছে। তারপর আমাদের একজন মহিলার কাপড় ধরে খুলে দিয়েছে। ও তখন চিৎকার করে বলে সবাই বেরিয়ে এসো। আমার কাপড় খুলে দিয়েছে।

আরও এক মহিলা অভিযোগ জানিয়ে বলেন, “আমরা যখন ওকে বাঁচাতে যাই সেই সময় পরপর কতগুলো দেখলাম পুলিশের গাড়ি। তারপর সেখান থেকে নেমে আমাদের মারধর করেছে। ওরা বলছে এমন-এমন জায়গায় মারো কাউকে দেখাতে পারবে না।” গ্রামবাসীদের দাবি, ওরা পুলিশ নয়। গুন্ডা বহিনী। সিরাজ ডাক্তারদের বাহিনী এসে এই সব করছে। ওদের মুখে কালো কাপড় বাধা ছিল।