Shahjahan Sheikh: হাইকোর্টের ধমকেই কাজ? শাহজাহানকে ধরতে রাতারাতি বাড়ির সামনে CCTV বসাল পুলিশ
Shahjahan Sheikh: বস্তুত, এখনও বেপাত্তা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার না করতে পারায় গতকালও হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। বিচারপতি জয় সেনগুপ্ত এই তৃণমূল নেতার বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। আর আদালত কড়া হতেই একের পর এক ভোল বদল ঘটে।
কলকাতা: অবশেষে রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হল সিসিটিভি ক্যামেরা। হাইকোর্টের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিসি ক্যামেরা বসানো হয়েছে। মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। মঙ্গলবারই তদন্তে গড়িমসির জন্য রাজ্য পুলিশকে তিরস্কার করে কলকাতা হাইকোর্ট। তারপরই কি তৎপরতা? উঠছে প্রশ্ন।
বস্তুত, এখনও বেপাত্তা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁকে গ্রেফতার না করতে পারায় গতকালও হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। বিচারপতি জয় সেনগুপ্ত এই তৃণমূল নেতার বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। আর আদালত কড়া হতেই একের পর এক ভোল বদল ঘটে। শাহজাহান অন্তরাল থেকেই প্রথমে এই মামলার সঙ্গে যুক্ত হতে চান। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টি সামনে আসে যে, তিনি মামলায় যুক্ত হলে তাঁকে ওকালত নামায় সই করতে হবে, তারপরই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন তিনি।
বিচারপতি জয় সেনগুপ্ত গতকাল শাহজাহানের গতিবিধি জানতে তাঁর সরবেড়িয়ার বাড়ির সামনে সিসিটিভি বসানোর নির্দেশ দেন। বলেন, “যত দ্রুত সম্ভব ক্যামেরা বসাতে হবে। আর এর সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে পুলিশকে।” রাজ্য পুলিশ এরপর হাইকোর্টের নির্দেশ মেনে রাতারাতি অভিযুক্তের বাড়ির সামনে সিসিটিভি বসায়। বুধবার দেখতে পাওয়া যায়, তাঁর বাড়ির সামনে অর্থাৎ আকুঞ্জি পাড়ার মোড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এমনকী তাঁর বাড়ির লাগোয়া গ্যারাজে একটি বসানো হয়েছে মনিটর। তবে এখনও তার সংযোগ তৈরি হয়নি। যদিও, এই বিষয়ে উপস্থিত সিভিক ভলান্টিয়র জানান, তিনিও সকালে এসেই এই ক্যামেরা দেখেছেন। এড়াছাও শাহজাহানের বাড়ির বাইরে ও পিছনেও বসানো হয়েছে ক্যামেরা।