বসিরহাট: সীমান্তে সর্বদা তৎপর বিএসএফ (BSF)। ফের বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ৬ জন বাংলাদেশি যুবককে আটক করে তারা। ভারতে ঢোকার মুহূর্তে ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত জওয়ানদের হাতে আটক হতে হয় তাদের।
সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী জিজ্ঞাসাবাদ করলে তারা কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি। এরপর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ধৃতদের মধ্যে দুই বাংলাদেশি যুবকের শরীর খারাপ হওয়ায় তাদের বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কী কারণে তারা অসুস্থ হলো সেই ব্যাপারে ব্যাটেলিয়ান আধিকারিকদের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃত চার বাংলাদেশিকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বাকি দুই বাংলাদেশীকে চিকিৎসা করার পর সুস্থ করে আদালত তোলার সিদ্ধান্ত নেওয়া হবে। ধৃত দুই বাংলাদেশির চিকিৎসার ব্যপারে সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গতকাল ব্যান্ডেল (Bandel) থেকে গ্রেফতার ছয় বাংলাদেশি (Bangladesh) নাগরিক। রাতে তল্লাশি চালিয়ে ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ (Chinsurah Police station)। ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড (Aadhar Card),প্যানকার্ড (Pan card),ভোটার কার্ড (Voter Card) ও বাংলাদেশী সিম কার্ড পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।
জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দারা । গ্রীন পার্কের একটি আবাসনে তাঁরা থাকতে শুরু করে। ওই ফ্যাটটি আকাশ দাস নামে একজনের। আকাশ উত্তর ২৪ পরগনার হালিশহরের (Halisahar) বাসিন্দা।
গোয়েন্দাদের অনুমান আকাশ কোনও চক্রের সঙ্গে জড়িত। সেখানে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পত্র দেওয়া হয়। ভোটার কার্ড দেখিয়ে পাসপোর্ট তৈরি করা হয়। তারপর সেটি আরবের কোনও দেশে চলে যায়। সেক্ষেত্রে জন্মের শংসাপত্রের ব্যবস্থা করে দিত আকাশ। একই সঙ্গে ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পারে এরকম আরও বাংলাদেশিদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান সৌদিতে কাজের জন্য বাংলাদেশিরা এদেশে এসে এই চক্রের শরণাপন্ন হচ্ছে। তবে ঘটনার সঙ্গে কোনও জঙ্গী যোগ আছে কিনা,বা অন্য কোনও বিষয় আছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করবে তদন্তকারীরা।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে এবার সীমান্তরক্ষী বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার তিনটি রাজ্যে সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী এবার পঞ্জাব (Punjab), অসম (Asam) এবং পশ্চিমবঙ্গে (West Bengal) আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে তারা।