Sritama Bhattacharya: ‘এখন কোনও ভোট হবে না…’, বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে কেন ধমক দিলেন শ্রীতমা
Sritama Bhattacharya: একুশের বিধানসভা ভোটের সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, যাঁকে 'ঝিলিক' চরিত্রের জন্য মনে রেখেছে অনেকেই। পরে ২২-এর পুরসভা নির্বাচনে প্রথমবার লড়াই করেন তিনি।
কামারহাটি: গত পুরসভা নির্বাচনে জিতে কাউন্সিলর হন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। ভোটের দিন তাঁকে পাকা রাজনীতিকের মতোই বুথে বুথে ঘুরতে দেখা গেল সকাল থেকে। কামারহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমাকে এদিন দেখা গেল, সোজা বুথে প্রবেশ করলেন তিনি। প্রিসাইডিং অফিসারকে বললেন, ‘এখন কাউকে ভোট দিতে দেবেন না। আগে অফিসাররা এসে আলো ঠিক করবে, তারপর ভোট শুরু হবে। এখন আর কেউ ভোট দেবেন না।’
বুথ থেকে বেরিয়ে শ্রীতমা জানান, ওই বুথে ইভিএমের ওপর ঠিকভাবে আলো পড়ছে না। ফলে, বয়স্ক মানুষদের প্রতীক বা নাম দেখতে অসুবিধা হচ্ছে। তাই আলো ঠিক করার অনুরোধ জানান তিনি। বেলা বাড়ার পরও আলো ঠিক না হওয়ায় প্রিসাইডিং অফিসারকে গিয়ে ভোট প্রক্রিয়া থামিয়ে দিতে বলেন শ্রীতমা। কামারহাটি বিধানসভার ২৯ নম্বর বুথের ঘটনা।
শ্রীতমা বলার পর বেশ কিছুক্ষণ বন্ধও ছিল ভোট। পরে আলো ঠিক হওয়ার পর ফের ভোট গ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের সময় তৃণমূলে যোগ দিয়েছিলেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, যাঁকে ‘ঝিলিক’ চরিত্রের জন্য মনে রেখেছে অনেকেই। পরে ২২-এর পুরসভা নির্বাচনে প্রথমবার লড়াই করেন তিনি। আর প্রথমবারেই হয় বাজিমাত। কামারহাটিতে নিজের ওয়ার্ডে সবুজ ঝড় ওড়ান শ্রীতমা।