Sundarbon: বাঘ-হাতি নয়, সুন্দরবনের লোকালয়ে এখন নতুন আতঙ্কের নাম চার হাত-পেয়ে
Sundarbon: কৃষকরাও কালিতলা গ্রাম পঞ্চায়েতকে জানালেও তার কোনও সমাধান হয়নি। তাই নিরুপায় হয়ে ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়ে কৃষকরা জমির ফসল বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু তাতেও রক্ষা করা যাচ্ছে না ফসল।
সুন্দরবন: এতদিন ছিল হাতির ভয়! এবার আবার চার হাত-পেয়ের তাণ্ডব ঘুম ছুটাচ্ছেন গ্রামের বাসিন্দাদের। জঙ্গলে খাবারের অভাব হয়েছে। ফলে সুন্দরবনে জমির ধান নষ্ট করছে বানর কুল। কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়ে আসা বানরের দল। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সামশেরনগর ও ৪ নম্বর সামশেরনগরের ঘটনা।
আসলে ওই গ্রামের পাশেই সুন্দরবনের কুঁকড়েখালি নদী পেরিয়ে কুুঁকড়েখালি জঙ্গল থেকে খাবারের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল। জঙ্গলের খাবার অভাব দেখা দিয়েছে তাই ধানের জমিতে তাণ্ডব চালাচ্ছে সারি সারি বানরের দল। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুন্দরবনের কৃষকদের মধ্যে। সুন্দরবন থেকে বাঁদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে, ধান গাছ নষ্ট করছে আর এতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা।
কৃষকরাও কালিতলা গ্রাম পঞ্চায়েতকে জানালেও তার কোনও সমাধান হয়নি। তাই নিরুপায় হয়ে ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়ে কৃষকরা জমির ফসল বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু তাতেও রক্ষা করা যাচ্ছে না ফসল। সুন্দরবন বিশেষজ্ঞ অনিমেশ মণ্ডলের মতে, সুন্দরবনের জঙ্গলে বাঁদরদের খাবারের অভাব দেখা দিয়েছে। তাই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে ঢুকছে খাবারের সন্ধানে। আর তাই তারা ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে পাশাপাশি ধান নষ্ট করছে। সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে। পুরো বিষয়টি বসিরহাট ফরেস্ট রেঞ্জের ঝিঙ্গাখালি বিটের বনদফতরের আধিকারিকদের জানানো হয়েছে। গ্রামবাসীদের দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বন দফতরের আধিকারিকরা।