সন্দেশখালি: তখন বছরের শুরু। ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি। পথে নামছিলেন মহিলারা। রাজনৈতিক নেতাদেরও বাড়ছিল আনাগোনা। কারণ, তার কয়েক মাস পরেই ছিল লোকসভা ভোট। ফলে এই ইস্যুতে হাতিয়ার করতে ভোলেননি কেউই। সেই সময় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই যাচ্ছিলেন সন্দেশখালি। শুধু তিনি নন, সঙ্গে ছিলেন অন্য বিজেপি নেতা-কর্মীও। তখনই সন্দেশখালিতে একটি ঘর ভাড়া নেন শুভেন্দু। মঙ্গলবার সেই বাড়ি থেকে কী করবেন তা জানালেন বিরোধী দলনেতা।
আজ শুভেন্দু বলেছেন, গীতা পাঠের অভ্যাস বাড়াতে হবে। গীতা পড়াতে হবে। আর সেই গীতা তিনি এবার থেকে নিজের হাতে তুলে দেবেন। প্রতিমাসেই এই কর্মসূচি হবে সন্দেশখালিতে। কিন্তু তার জন্য তো এখানে আসতে হবে বিরোধী দলনেতাকে? এ দিন, এই বিষয়টিই খোলসা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন এই গীতা দেওয়া হবে তাঁর ভাড়া নেওয়া এই বাড়ি থেকেই।
নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “আমার এখানে একটা বাড়ি ভাড়া নেওয়া আছে। মাঝে মাঝে আসব একটু। তবে পার্টির মিটিং করতে না। গীতা বিতরণ করতে। মাসে একদিন গীতা বিতরণ হবে। এই জানুয়ারি মাস থেকে করব। আমি মাঝে মাঝে আসব-খাব। ওইটা গীতা বিতরণ সেন্টার হবে। প্রত্যেক মাসে এই গীতা বিতরণ করার আগে তারিখ জানিয়ে দেব সোশ্যাল মিডিয়াতে। আপনারা এসে গীতা নেবেন। গীতা পড়ার অভ্যাস ফেরাতে হবে।”