Tilottama’s Mother Reaction: দিদি আমি তখনই টাকা নেব…: তিলোত্তমার মা
RG Kar: আজ তিলোত্তমার মা বলেন,"মুখ্য়মন্ত্রী মিথ্যা বলছেন। উনি বলছেন পরিবার টাকা চেয়েছিল। আমরা কোনও টাকা চাইনি। বরং উনি বলেছিলেন, আমাদের মেয়ে তো কিছু একটা পাবে। এই টাকাটা দিয়ে মেয়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু বানাবেন।
পানিহাটি: তিলোত্তমার পরিবারকে টাকা দিতে চেয়েছেন। এমন অভিযোগ আগেই খন্ডন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করে আরও একবার সেকথা নিজেই বললেন তিনি। যদিও, নির্যাতিতার মায়ের ভিন্ন দাবি। তিনি আজ ফের বললেন, মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন। “টাকার অফার তো দেওয়া হয়েছিল।”
আজ তিলোত্তমার মা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পরিবার টাকা চেয়েছিল। আমরা কোনও টাকা চাইনি। বরং উনি বলেছিলেন, আমাদের মেয়ে তো কিছু একটা পাবে। এই টাকাটা দিয়ে মেয়ের স্মৃতির উদ্দেশ্যে কিছু বানাবেন। সেই সময় আমি ওঁকে জানিয়েছিলাম যে, দিদি টাকা তখনই নেব, যখন আমার মেয়ে বিচার পাবে। দোষীদের সাজা হবে। তখন আমি গিয়ে আপনার দফতর থেকে নিয়ে আসব।” আরও একবার সাংবাদিকদের তিলোত্তমার মা বলেন, “টাকার অফার তো অবশ্যই করা হয়েছে।”
এ দিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলে বেড়াচ্ছে, আমি টাকার কথা বলেছি। মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখাক কোথাও আমি টাকার কথা বলেছি। মিথ্যা কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিন সাংবাদিকরা ছিলেন।” পাশাপাশি এও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এই ধরনের ঘটনায় সহযোগিতা করার। আমি বাবা-মাকে অনরেকর্ড বলেছিলাম, দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনাদের মতো আমরাও মর্মাহত। তবু যদি কোনওদিন মনে করেন আপনার মেয়ের স্মৃতিতে কোনও ভাল কাজ করবেন, আমাদের বলবেন। আমাদের সরকার পাশে আছে। আর কিচ্ছু না। আমি জানি কোনটা কোথায় বলতে হয়। তারপরও যারা কুৎসা করে বেড়াচ্ছেন, আমি সরি! তারা বিচার চায় নাকি বিচারের নামে কেসটা ঝুলিয়ে দিতে চায়?”