উত্তর ২৪ পরগনা: জমি বিবাদ-কে কেন্দ্র করে তীব্র হল তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC BJP Clash)। সংঘর্ষের জেরে মাথা ফাটল তৃণমূল বুথ সভাপতির। উভয় পক্ষের এক মহিলা-সহ ৭ জন গুরুতর জখম। আহতদের আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। ঘটনাটি আমডাঙ্গার ইন্দ্রপুরের ঘটনা। যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের ঘটনার কথা অস্বীকার করেছে।
আক্রান্ত তৃণমূল বুথ সভাপতি নরেশ বিশ্বাসের কথায়, “আমি ১৫ বছর ধরে তৃণমূলের বুথ সভাপতি। আমাদের এলাকার একটা জমির দিকে বিজেপির অনেকদিনের নজর। এদিন আমরা বসে কথা বলছিলাম। সেই সময় বিজেপির কার্তিক বিশ্বাস আর তার সঙ্গীরা আমাদের উপর হামলা চালায়। আচমকা আমায় দেখে বলে, ‘ওটা বুথ সভাপতি, ওটাকে মেরে এলাকা ঠান্ডা কর’। তারপরেই ওরা শাবল দিয়ে হামলা চালায়। আমরা মাথা ঘুরে পড়ে যাই। এরপর আর যখন জ্ঞান এল তখন দেখি হাসপাতালের বিছানায় শুয়ে।”
শাসক শিবিরের দাবি, বিজেপি নেতা কার্তিক বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ রয়েছে। সেই বিবাদ মেটাতেই এদিন একসঙ্গে একটি আলোচনাসভা হওয়ার কথা ছিল। সেখানেই বিজেপি কর্মীরা হামলা করে বলে অভিযোগ। অতর্কিতে সেই হামলার জেরে তৃণমূলের ৪ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। বেশ কিছুজনের আঘাত লেগেছে। অভিযোগ, শাবলের মারে মাথা ফেটে গিয়েছে তৃণমূল বুথ সভাপতির। তাঁর মাথায় সেলাই পড়েছে।
অন্যদিকে, হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতার কথায়, “আমাদের জমি জোর করে দখল করে রেখেছিল তৃণমূল। ওই জমিটা আমাদেরই। মামলাও চলছে জমি নিয়ে। আমরা কথা বলতে গিয়েছিলাম। কিন্তু, ওরা আচমকা আমাদের উপর হামলা চালায়। লাঠিসোটা দিয়ে মারধর করে। আমাদের তিন চারজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের মধ্যে মহিলাও রয়েছেন।”
এদিকে হামলার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আহতদের আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের অবস্থার অবনতি হতে বারাসাত জেলা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। তবে আমডাঙ্গায় রাজনৈতিক সংঘর্ষ এই প্রথম নয়। ভোটের পর পরেই আমডাঙ্গায় শতাধিক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। খবর পেয়ে এলাকায় আসে বম্ব স্কোয়াড। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় বম্ব স্কোয়াড।
আরও পড়ুন: Weather Update: পৌষের শুরুতেই বাংলার ‘হাড়ে হিম’ , সপ্তাহান্তে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পারদ
আরও পড়ুন: সত্যিই কি অসুস্থ বিকাশ মিশ্র? আসানসোল-সহ ৩ হাসপাতালে চিঠি CBI-র