Mamata Banerjee: বিজেপির রায় মানি না, ওবিসি সংরক্ষণ চলছে, চলবে: মমতা

Ananta Chattopadhyay | Edited By: Soumya Saha

May 22, 2024 | 6:00 PM

Mamata Banerjee: খড়দহের সভা থেকে মমতা বলেন, 'এই রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল, আমি বলেছিলাম ওই রায় আমরা মানি না। তেমনই আজকে বলছি...'

Mamata Banerjee: বিজেপির রায় মানি না, ওবিসি সংরক্ষণ চলছে, চলবে: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

খড়দহ: হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য। ২০১০ সালের পরে তৈরি হওয়া গোটা ওবিসি তালিকা বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত। যার জেরে বাতিল হতে বসেছে প্রায় ৫ লাখ ওবিসি শংসাপত্র। হাইকোর্টের এই রায় প্রকাশ্যে আসতেই তীব্র আপত্তি জানালেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ খড়দহের সভা থেকে মমতা বলেন, ‘এই রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল, আমি বলেছিলাম ওই রায় আমরা মানি না। তেমনই আজকে বলছি, যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন… নাম বলব না… রায় নিয়ে বলা যায়। বিজেপির রায় এটা। আমরা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে।’

খড়দহের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট দাবি, ‘উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি সংরক্ষণ করেছিলাম। ২০১২ সাল থেকে চলছে।’ মমতার বক্তব্য, সংবিধান অনুযায়ী, সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি সংরক্ষণ করা হয়েছে। এখানে উল্লেখ্য, আজ হাইকোর্ট জানিয়েছে, West Bengal Backward Class Commission ACT 1993 অনুযায়ী OBC দের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

এদিকে খড়দহের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন একহাত নিলেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেরাচ্ছেন না… সংখ্যালঘুরা তফসিলিদের সংরক্ষণ কেড়ে নেবে। এটা কোনওদিন হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়।’ তৃণমূল সুপ্রিমোর আরও সংযোজন, ‘সংখ্যালঘুরা কখনও তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না। এটা দিতে পারে না, দেবেও না।’

 

Next Article