South Dumdum TMC Clash: এলাকা দখলের লড়াই, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত দক্ষিণ দমদম

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 19, 2022 | 4:33 PM

South Dumdum: মঙ্গলবার রাত্রিবেলা থেকে ঝামেলার সূত্রপাত । জানা গিয়েছে, দক্ষিণ দমদমে এলাকা থাকবে কার নজরদারিতে!

South Dumdum TMC Clash: এলাকা দখলের লড়াই, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে উত্তপ্ত দক্ষিণ দমদম
দক্ষিণ দমদমে উত্তেজনা (নিজস্ব চিত্র)

Follow Us

দক্ষিণ দমদম: ফের তৃণমূলের (TMC) গোষ্ঠী কোন্দল দক্ষিণ দমদমে (South Dumdum)। এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় গ্রেফতার পাঁচজন।

মঙ্গলবার রাত্রিবেলা থেকে ঝামেলার সূত্রপাত । জানা গিয়েছে, দক্ষিণ দমদমে এলাকা থাকবে কার নজরদারিতে! এই নিয়ে গতকাল রাত থেকে উত্তপ্ত প্রমোদনগর ডাম্পিং গ্রাউন্ড এলাকা। বর্তমান কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলর অনুগামীদের মধ্যে কে এলাকা দখল করবে এই নিয়ে লড়াই বলে দু’পক্ষের অভিযোগ। ইতিমধ্যেই দমদম থানায় অভিযোগ দায়ের করেছে দুই পক্ষই। ঘটনায় দু’পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ।

জানা গিয়েছে, গত পুর নির্বাচনের পর থেকেই দক্ষিণ দমদম পুরসভার ৩ নং ওয়ার্ডের দখল কার হাতে থাকবে তা নিয়ে বর্তমান কাউন্সিলর গোপা পাণ্ডের অনুগামী ও প্রাক্তন কাউন্সিলর প্রদীপ মজুমদারের অনুগামীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। গতকাল রাত্রিবেলা তা মারামারিতে পৌঁছয়। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলরের অনুগামী প্রদীপ গায়েন ডাম্পিং গ্রাউন্ড এলাকার দখল রাখতে রোজই তোলাবাজি করেন। গতকাল ওই এলাকার বাসিন্দারা বর্তমান কাউন্সিলরের দ্বারস্থ হলে প্রদীপ গায়েন মারধর করেন বলে অভিযোগ। পাশপাশি হুমকি দেন পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রদীপ গায়েন বলে প্রাক্তন কাউন্সিলর অনুগামীর। তাঁর অভিযোগ, বর্তমান কাউন্সিলরের লোকজন হুমকি দিচ্ছে এলাকায়।

এই বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পান্ডে বলেন, ‘আজ ভোর পাঁচটা নাগাদ আমি খবর পাই যে আমাদের এলাকা থেকে দমদম থানা পাঁচজনকে তুলে এনেছে। একটি ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল। ওই পাঁচজনকে তুলে নিয়ে আসার জন্য এলাকার মা বোনেরা আমাকে বলেন এখানে আসুন। সেই কারণে আমি এখানে এসেছি। যে গন্ডগোলটি গতকাল ঘটেছে সেটি ভিত্তিহীন ঘটনা।’ অপরদিকে, প্রদীপ  গায়েন বলেন, ‘আমরা বিজয়া সম্মিলনীতে কেন গেলাম। সেই কারণে মারধর করা হয়েছে।’

Next Article