খাদ্য আন্দোলনের শহিদের স্মৃতি উস্কে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল

TMC :

খাদ্য আন্দোলনের শহিদের স্মৃতি উস্কে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 12:33 AM

উত্তর ২৪ পরগনা: ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি। কেরোসিন তেলের এক পয়সা মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বরূপনগরের তেঁতুলিয়া হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নুরুল ইসলাম মিছিলে হেঁটেছিল। মিছিলের মধ্যেই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল নুরুলের। সেই মৃত্যুর প্রতিবাদে রাজ্য উত্তাল হয়েছিল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে সেই খাদ্য আন্দোলনের শহিদ নুরুল ইসলামের স্মৃতিচারণ করল তৃণমূল।

শনিবার খাদ্য আন্দোলনের শহিদ নুরুল ইসলামের স্মৃতিচরণ করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নামে তৃণমূল যুব কংগ্রেস। বসিরহাট মহকুমার স্বরূপনগরের খাদ্য আন্দোলনের শহিদ নুরুল ইসলামের শহীদ বেদীতে মাল্যদান করে তার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে, জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় ঘাসফুল শিবির।

স্বরূপনগর ব্লকের বাংলানী গ্রাম পঞ্চায়েতের দলদার গ্রামের মোল্লা পরিবারের ছেলে নুরুল। পড়ত তেঁতুলিয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণিতে। ১৯৬৬ সালের ১৭ ফেব্রুয়ারি জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিল মাত্র ১১ বছরের কিশোর নুরুল।

কেরোসিনের এক পয়সার মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল তার। সেই মৃত্যুর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করেছিল তৎকালীন বামফ্রন্ট। শহিদ নুরুল ইসলামের মৃত্যুর মধ্য দিয়ে ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল। সেই স্মৃতি উস্কে দিয়েই দেশ জুড়ে লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল যুব কংগ্রেসের স্বরূপনগর ব্লকের সভাপতি রাজীব মণ্ডল, ব্রজগোপাল বিশ্বাস, তৃণমূলের যুব নেতা সঞ্জীব পাল-সহ তৃণমূলের নেতা-কর্মী সমর্থকরা তেঁতুলিয়া হাইস্কুলের পার্শ্ববর্তী স্থানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গলায় প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান।

শহীদ নুরুল ইসলামের দাদা সুরত আলি মোল্লা বলেন,”আমার ভাই কেরোসিন তেলের এক পয়সার মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছিল বলে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছিল। আজ দেশজুড়ে জ্বালানি মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ হচ্ছে। আমরা শহিদ পরিবার চাই গ‍্যাস, পেট্রল ও ডিজেলের দাম খুব তাড়াতাড়ি কমুক।” আরও পড়ুন: শেষ দেখে ছাড়লেন মমতা, রবীন মান্না ‘হত্যাকাণ্ডে’ সিআইডির জালে ১ বিজেপি কর্মী