KKR vs PBKS, IPL 2024: নাইট জার্সিতে নতুন পেসার চামিরার ডেবিউ; পঞ্জাব-বধ করতে পারবে কেকেআর?
IPL 2024: ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারাতে চায় শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে কেকেআরের প্লে অফের রাস্তা খানিকটা সহজ হবে। অন্যদিকে টানা ৪ ম্যাচ হারা পঞ্জাব কিংস কেকেআরকে হারিয়ে এই ম্যাচ জিতে জয়ের সারণিতে ফিরতে চায়।
কলকাতা: ইডেনের গ্যালারির চারিদিকে শুধুই বেগুনি-সোনালি জার্সিধারীদের ভিড়। ঘরের মাঠে ম্যাচ। এই ছবিই পরিচিত। প্রতিপক্ষ আরসিবি বা সিএসকে হলে এদিক ওদিক বিরাট ও ১৮ লেখা লাল জার্সি পরা দর্শকদের মাঠে দেখা যেত। থাকল ইডেনের একটা অংশে হলুদ জার্সির দাপট। কিন্তু প্রতিপক্ষ যখন পঞ্জাব কিংস, তখন গ্যালারির ছবিটাও তেমন নয়।
ঘরের মাঠে টস জিতলেন না নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। কেকেআরের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাব কিংসের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান। আজকের ম্যাচেও শিখর ধাওয়ান খেলছেন না। টসের পর পঞ্জাবের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কারান জানান, পাওয়ারহিটার লিয়াম লিভিংস্টোন আজ নেই। একাদশে ফিরেছেন জনি বেয়ারস্টো।
আর নাইট টিমে পরিবর্তন কী? প্রত্যাশিত ভাবে নেই তারকে পেসার মিচেল স্টার্ক। তাঁর জায়গায় আজ কেকেআরের একাদশে এসেছেন শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা। নেটে কয়েকদিন ধরে চামিরাকে জোরকদমে অনুশীলন করতে দেখা গিয়েছিল। টসের পর শ্রেয়স জানান, গত ম্যাচে স্টার্কের আঙুলে কেটে গিয়েছে। তাই আজ তিনি নেই।
কলকাতা নাইট রাইডার্সের একাদশ – ফিল সল্ট (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, দুষ্মন্ত চামিরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
ইমপ্যাক্ট পরিবর্ত – অনুকূল রায়, সূয়াশ শর্মা, মনীশ পান্ডে, রহমানউল্লাহ গুরবাজ ও বৈভব আরোরা।
পঞ্জাব কিংসের একাদশ – স্যাম কারান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, রাইলি রোসে, জীতেশ শর্মা (উইকেটকিপার), শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা, রাহুল চাহার ও অর্শদীপ সিং।
ইমপ্যাক্ট পরিবর্ত – প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, বিদ্যথ কাভেরাপ্পা, শিবম সিং, প্রিন্স চৌধুরি।