পানিহাটি: ভোট (West Bengal Assembly Election 2021) চলাকালীন পানিহাটি (Panihati) এলাকায় সেই অর্থে কোনও উত্তেজনার খবর মেলেনি। কিন্তু ভোট মিটতেই অশান্তি। এলাকায় ব্যাপক বোমাবাজি। ভোট পঞ্চমীতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা পানিহাটির ২৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকাল পাঁচটা পর্যন্ত এলাকা মোটের ওপর শান্ত ছিল। ভোটাররা নির্বিঘ্নে ভোটও দেন। ভোট মেটার পর স্থানীয়রা কয়েকজন রাস্তায় ছিলেন। অভিযোগ, আচমকাই পানিহাটি ২৯ নম্বর ওয়ার্ড ঘোলা মুসলমানপাড়া এালাকায় বোমাবাজি শুরু হয়। পরপর বেশ কয়েকটি বোমা পড়ে এলাকায়।
আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পরপর বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা। দুষ্কৃতীরা বাইকে এসে বোমাবাজি করে বলে অভিযোগ। অন্যদিকে, বোমাবাজি হয় রাজা রোডে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ। স্থানীয়রা সিআরপিএফকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
বিক্ষিপ্ত অশান্তির আবহেই মেটে ভোট পঞ্চমী। নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় কল্যাণী, সল্টলেক, দেগঙ্গা-সহ বিভিন্ন এলাকায়। দেগঙ্গার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে কমিশন জানিয়ে দেয়, গুলি চলেনি। উত্তেজনা ছড়ায় বেলঘরিয়াতেও। বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হন বলে অভিযোগ।