West Bengal Assembly Election 2021: প্রচারে বিজেপি প্রার্থীর ওপর ‘হামলা’, প্রতিবাদে থানায় বিক্ষোভ কর্মীদের

প্রচারে (West Bengal Assembly Election 2021) বিজেপি (Bengal BJP) প্রার্থীর ওপর হামলার অভিযোগ। তির তৃণমূলের (TMC) দিকে।

West Bengal Assembly Election 2021: প্রচারে বিজেপি প্রার্থীর ওপর 'হামলা', প্রতিবাদে থানায় বিক্ষোভ কর্মীদের
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Apr 18, 2021 | 7:16 AM

বীরভূম: প্রচারে (West Bengal Assembly Election 2021) বিজেপি (Bengal BJP) প্রার্থীর ওপর হামলার অভিযোগ। তির তৃণমূলের (TMC) দিকে। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ কর্মী সমর্থকদের। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের সাঁইথিয়ায়। এই বিক্ষোভে যোগ দেন শুভেন্দু অধিকারীও।

শনিবার সাঁইথিয়ার পুরনন্দরপুরের গাংটে গ্রামে প্রচারে বেরিয়েছিলেন। অভিযোগ, সেসময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁর রাস্তা আটকায়। তাঁকে ঘিরে ধরে হেনস্থা করে। প্রতিবাদ করায় তাঁর ও তাঁর কর্মীদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা জড়ো হয়ে গেলে দুষ্কৃতীরা চলে যায়।

ঘটনাকে ঘিরে গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান সাঁইথিয়ার বিজেপি কর্মী সমর্থকরা। খবর যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরও কাছেও। তাঁর দলের প্রার্থীদের ওপর একাধিক জায়গায় হামলা করার অভিযোগ তুলে সেই বিক্ষোভে যোগ দেন শুভেন্দুও।

আরও পড়ুন: বিজেপি এজেন্টদের বুথে আটকে রাখার অভিযোগ, পুলিশের সঙ্গে তুমুল বচসা তৃণমূল কর্মীদের

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তাঁরা। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তার পাল্টা দাবি, তাদের দলের কর্মীরাই বিভিন্ন জায়গায় আক্রান্ত। বিজেপি নিজেদের মধ্যে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। মিথ্যা অভিযোগ তুলে দৃষ্টি ঘোরাতে থানায় বিক্ষোভ দেখাচ্ছে।