West Bengal Assembly Election 2021 Phase 6: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ভোটের সকালে মাথা ফাটল তৃণমূল নেতার

Apr 22, 2021 | 10:26 AM

ভোটের সকালে (West Bengal Assembly Election 2021 Phase 6) উত্তপ্ত কাঁচরাপাড়া এলাকা। আক্রান্ত তৃণমূল নেতা কল্যাণীর হাসপাতালে চিকিৎসাধীন।

West Bengal Assembly Election 2021 Phase 6: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ভোটের সকালে মাথা ফাটল তৃণমূল নেতার
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জের। আক্রান্ত তৃণমূল নেতা উৎপল দাশগুপ্ত। মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভোটের সকালে (West Bengal Assembly Election 2021 Phase 6) উত্তপ্ত কাঁচরাপাড়া এলাকা। আক্রান্ত তৃণমূল নেতা কল্যাণীর হাসপাতালে চিকিৎসাধীন।

সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোট শুরু হওয়ার ঘণ্টা দেড়েক আগে। তৃণমূলের তরফ থেকে প্রথমে অভিযোগ করা হয়, উৎপল দাশগুপ্ত সকালে বুথে এজেন্ট বসাতে যাচ্ছিলেন। তখন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় মারা হয় বলে অভিযোগ।

পরে তদন্তে উঠে আসে, এটি আসলে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জের। বুধবার রাতেই পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা হয়। সকালে যখন উৎপল দাশগুপ্ত রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন অপরিচিত এক যুবক এসে তাঁর ওপর হামলা চালায়।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 6: ভোট দিতে যাওয়ার পথেই পুকুরে কিছু একটা দেখেছিলেন, উঁকি দিতেই দেখা গেল পা! তোলপাড় গ্রাম

তৃণমূলনেতার মাথায় গুরুতর চোট লাগে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কল্যাণীর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

Next Article