Crime News: তিন যুবক টেনে নামাল তরুণীকে, উপুড় করে দিল কেরোসিন ভর্তি বোতল… শিউরে ওঠার মতো ঘটনা বনগাঁয়

Crime News: ওই তরুণীর কথায়, "আমি ক্যাফেতে কাজ করি। ফেরার পথে এখানে একটা জঙ্গল এলাকা রয়েছে, সেখান থেকেই রবিবার রাতে তিনজন বেরিয়ে আসেন।"

Crime News: তিন যুবক টেনে নামাল তরুণীকে, উপুড় করে দিল কেরোসিন ভর্তি বোতল... শিউরে ওঠার মতো ঘটনা বনগাঁয়
তরুণীর গায়ে কেরোসিন।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 4:08 PM

বনগাঁ: শিউরে ওঠার মতো ঘটনা। এক তরুণীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বনগাঁ (Bangaon) থানা এলাকায়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার বাসিন্দা ওই তরুণী রবিবার রাতে বনগাঁ শহর থেকে স্কুটি করে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেইসময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়। তাদের সঙ্গে কেরোসিন ছিল বলে অভিযোগ। সেই কেরোসিন ওই তরুণীর গায়ে ঢেলে দেওয়া হয়। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানান তিনি।

ওই তরুণীর অভিযোগ, কয়েকদিন ধরে ওই যুবকের দল তাঁকে অনুসরণ করছিল। এরপরই রবিবার রাতে এই ঘটনা ঘটায়। ওই তরুণী জানান, তাঁর রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছে। অঘ্রাণে সামাজিক বিয়ে হওয়ার কথা। চলতি মাস থেকে একটি বাড়িতে টিউশন পড়াতে যাচ্ছিলেন। এলাকার একটি ক্যাফেতেও কাজ করেন তিনি। সেই টিউশন পড়াতে যাওয়ার পরই এক যুবক তাঁকে উত্যক্ত করা শুরু করেন বলে অভিযোগ। এরপরই এই ঘটনা।

ওই তরুণীর কথায়, “আমি ক্যাফেতে কাজ করি। ফেরার পথে এখানে একটা জঙ্গল এলাকা রয়েছে, সেখান থেকেই রবিবার রাতে তিনজন বেরিয়ে আসেন। আমি স্কুটিতে ছিলাম। গাড়ি ঘোরানোর চেষ্টা করলে হাত ধরে টানাটানি শুরু করেন তিনজন। হঠাৎই গায়ে কেরোসিন ঢেলে দেয়। আগুন ধরানোরও চেষ্টা করেন। কোনওমতে পালিয়ে আসি।” এরপরই বনগাঁ কোর্ট এলাকায় এসে বাড়িতে ফোন করেন তরুণী।

খবর পেয়েছে বাড়ির লোকজন আসেন। যাঁর সঙ্গে রেজিস্ট্রি হয়েছে, ওই যুবকের মা-ও খবর পেয়ে চলে আসেন। ওই মহিলা জানান, “কোনওরকমে ওদের হাত থেকে বেঁচে এসে আমাকে ফোন করে বৌমা। আমি গিয়ে দেখি রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে। সারা গা ভিজে। গায়ে কেরোসিনের গন্ধ। আমার সঙ্গে আমার ছোট ছেলেও ছিল। এরপর থানায় যাই। আগেই এ নিয়ে ডায়েরি হয়েছিল। এরপর আমাকে হুমকিও দিয়েছিল দেখে নেবে বলে।” অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই তরুণী ও পরিবার।