Sandeshkhali: ‘মেয়েদের কি ওই একটা জিনিসেই সম্মান যায়!’ সম্মানহানির সংজ্ঞা হাতড়াচ্ছেন সন্দেশখালির মহিলারা

Sandeshkhali: মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির মহিলারা। প্রশ্ন তুলতে শুরু করেছেন সম্মানহানির সংজ্ঞা নিয়ে। গ্রামের মহিলারা দাবি করছেন, রাস্তা দিয়ে যাতায়াতের সময় তাঁদের হাত ধরে টানা হত, শাড়ি ধরে টানা হত। এগুলি কি সম্মানহানি নয়? প্রশ্ন তুলছেন গ্রামের মহিলারাই।

Sandeshkhali: 'মেয়েদের কি ওই একটা জিনিসেই সম্মান যায়!' সম্মানহানির সংজ্ঞা হাতড়াচ্ছেন সন্দেশখালির মহিলারা
কী বলছেন সন্দেশখালির মহিলারাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 5:01 PM

সন্দেশখালি: সম্মানহানির সংজ্ঞা কী? শুধু কি ধর্ষণ হলেই মহিলাদের সম্মানহানি হয়? এবার এই কঠিন প্রশ্নই তুলে ধরলেন সন্দেশখালির মহিলারা। পুলিশের দাবি, ধর্ষণের কোনও অভিযোগ নেই। রাজ্য মহিলা কমিশনের তরফেও সোমবার জানিয়ে দেওয়া হয়েছে, শ্লীলতাহানি সংক্রান্ত কোনও অভিযোগ নেই। আর এসবের মধ্যেই এবার পাল্টা মুখ খুলতে শুরু করেছেন সন্দেশখালির মহিলারা। প্রশ্ন তুলতে শুরু করেছেন সম্মানহানির সংজ্ঞা নিয়ে। গ্রামের মহিলারা দাবি করছেন, রাস্তা দিয়ে যাতায়াতের সময় তাঁদের হাত ধরে টানা হত, শাড়ি ধরে টানা হত। এগুলি কি সম্মানহানি নয়? প্রশ্ন তুলছেন গ্রামের মহিলারাই।

রাজ্য মহিলা কমিশনের টিম সন্দেশখালির বাস্তব চিত্র সরেজমিনে ঘুরে দেখে নিজেদের যে বক্তব্য জানিয়েছে, তাতে আরও বিরক্ত সন্দেশখালির মহিলারা। আরও ফুঁসতে শুরু করেছেন তাঁরা। গ্রামের মহিলারা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ধর্ষণ ছাড়া কি আর কিছুতে মহিলাদের সম্মানহানি হয় না? এক মহিলা বললেন, ‘ধর্ষণ ছাড়া কি আর কিছু হয় না? মেয়েদের কি ওই একটা জিনিসেই সম্মান যায়? আমাদের কি অন্য কিছু সম্মান নেই? হয়ত মুষ্টিমেয় কিছু ধর্ষণ হয়েছে। কিন্তু তাঁদের সমাজে বাঁচতে হবে। বাড়িতে তাঁদের স্বামী-শ্বশুর-শাশুড়ি রয়েছেন। বাচ্চা-কাচ্চা রয়েছে। সেক্ষেত্রে কি ওই মহিলা বলবে তাঁর সঙ্গে কিছু হয়েছে? এটা কি সম্ভব? আমরা কেন আজ মুখ ঢেকে রয়েছি। সবথেকে বড় প্রমাণ, আমরা আমাদের সম্মানের কথা বাড়ি থেকে বেরিয়ে, রাস্তায় এসে বলছি। এর থেকে বড় প্রমাণ আর কিছু হয়?’

তাঁর আরও প্রশ্ন, ‘সবসময় ওটাই (ধর্ষণই) কি সব? শ্লীলতাহানিটা কি সম্মানহানি নয়? আমরা রাস্তা দিয়ে যাই, হঠাৎ খুব বাজে ভাষায় কথা বলছে। খারাপ কথা বলে যাচ্ছে। আমাদের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শাড়ি ধরে টেনে দিয়ে যাচ্ছে। এগুলোতে কি মেয়েদের সম্মানহানি হয় না? শুধু কি ধর্ষণ হলেই সম্মানহানি হয়?’