Operation Sindoor: ‘পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা’, বলছেন তৃণমূল বিধায়ক
Operation Sindoor: নরেন্দ্রনাথের এ মন্তব্যে ফুঁসে উঠেছে বিজেপিও। তাঁদের দাবি, ভারত বিদ্বেষের বিষ ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতারা বলছেন, এই মন্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশবিরোধীও। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত।

পাণ্ডবেশ্বর: অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তুললেন আরও এক তৃণমূল নেতা। “পাকিস্তানের সঙ্গে সেটিং করেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছিল কেন্দ্র সরকার”, এ মন্তব্যই করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাতেই জোরদার বিতর্ক রাজনীতির আঙিনায়। এই নরেন্দ্রনাথ আবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতিও বটে।
সদ্য দলের এক কর্মসূচি থেকে বিজেপির তুলোধনা করতে দেখা যায় তাঁকে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে সেটিং করেছে। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে, এ সিঁদুর মায়ের সিঁথিতে আছে। কিন্তু, এই সিঁদুর নিয়ে যদি খেলা করে তাকে উচিৎ শিক্ষা দিতে হবে। বাপ-মায়ের সিঁদুর নিয়ে যাঁরা খেলা করে তাঁদের ডাস্টবিনে ফেলতে হবে।”
তবে নরেন্দ্রনাথের এ মন্তব্যে ফুঁসে উঠেছে বিজেপিও। তাঁদের দাবি, ভারত বিদ্বেষের বিষ ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতারা বলছেন, এই মন্তব্য শুধু নিন্দাজনক নয়, দেশবিরোধীও। তৃণমূলের তোষণের রাজনীতির এটাই প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ এই মর্মেই ক্ষোভ উগরে দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলছেন, “এই অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায়নি। পাকিস্তানকে এক ঘরে করার জন্য প্ল্যান চলছে। বিধায়ক হিসাবে উনি যা বলেছেন তা নিন্দাজনক। তীব্র ধিক্কার জানাচ্ছি। লজ্জা হওয়া উচিত।” যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, এটা নরেন্দ্রনাথবাবুর ব্যক্তিগত মতামত।





