আসানসোল: অবৈধ কয়লা কারবার নিয়ে যখন সক্রিয় সিবিআই ও ইডি। সেই সময়ও টনক নড়েনি কোল মাফিয়াদের। একই গতিতে চলছে কয়লা চুরি ও পাচার।
ফের কুলটি থানার পুলিশ অভিযান চালাল খনিগুলিতে। বিসিসিএলের খোলামুখ খনি এলাকাতে অভিযান চালানোর পর এমনই গুরুতর অভিযোগ উঠে এল।
গতকাল, গোপনসূত্রে খবর পেয়ে বিসিসিএলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির বরিরা এলাকা থেকে ১৬ টন অবৈধ কয়লা সহ ১০ টি অবৈধ কয়লার সাইকেল বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইসিএলে কয়লা খনিগুলি ছেড়ে এখন ঝাড়খণ্ড লাগোয়া বিসিসিএলের কয়লা খনিতে কয়লা চুরি চালাচ্ছে মাফিয়ারা। অভিযান চালাতেই তথ্য এলো সামনে। কুলটি পুলিশের দাবি এই অভিযান চলতে থাকবে।
প্রসঙ্গত, গতমাসে কয়লা চুরিতে বাধা দেওয়ায় এক নিরারপত্তারক্ষীকে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের (Raniganj) কুনুস্তোডিয়া এরিয়ার বাঁশরা ওসিপি এলাকায়। মৃত নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান(৩১)।
জানা গিয়েছে, মনোজ অন্ডাল থানার জামবাদ বেনিয়াডিহি এলাকার বাসিন্দা। ইসিএলের রেলওয়ে সাইডিংয়ের নিরাপত্তারক্ষী ছিলেন মনোজ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনান্য দিনের মতো কাজে গিয়েছিলেন মনোজ। রাতে তাঁর সঙ্গে কথাও হয়েছিল পরিবারের সদস্যদের। পরের দিন ভোরে সাইডিংয়ের অনান্য নিরাপত্তারক্ষীরা কাজে যান। মনোজকে তাঁরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনোজের শরীরের একাধিক জায়গায় ক্ষত ছিল। তিনি যে কোনও হামলার শিকার হয়েছেন, তা তাঁর শরীরের ক্ষততেই স্পষ্ট বলে দাবি অনান্য নিরাপত্তারক্ষীদের। তাঁকে খুন করার অভিযোগ ওঠে এলাকারই বেশ কয়েকজনের বিরুদ্ধে। যারা কয়লা চুরি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
তারা ওই নিরাপত্তারক্ষীকে কয়লা কাটার গাইতি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।
মনোজের দেহ দেখতে পেয়ে তাঁরা কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় থানাতেও। মনোজ চৌহানের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি, এখানে কয়লা চুরির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয়। কয়লা চুরি করতে আসা দুষ্কৃতীদের বাধা দেওয়াতেই খুন হতে হয়েছে মনোজকে।
তাঁকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হন নিরাপত্তারক্ষীরা। তাঁদের দাবি, কর্মক্ষেত্রে তাঁদের জীবন বিপন্ন। নিরাপত্তা আরও জোরদার করার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনার তদন্তে নামে রানিগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: Ration dealer kidnap: যেন সিনেমা! মুখে কালো কাপড় বেঁধে রেশন ডিলারকে গাড়িতে তুলেই চম্পট দুষ্কৃতীদের