Durgapur: গালে পড়ল সপাটে চড়, কথা না শোনায় অন্তঃসত্ত্বাকে শাস্তি মহিলা চিকিৎসকের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2021 | 1:49 PM

Paschim Bardhaman: অস্ত্রোপচারের জন্য চাপ দেয় হাসপাতালের এক মহিলা চিকিৎসক।

Durgapur: গালে পড়ল সপাটে চড়, কথা না শোনায় অন্তঃসত্ত্বাকে শাস্তি মহিলা চিকিৎসকের
অন্তঃসত্ত্বা মহিলা

Follow Us

দুর্গাপুর : সন্তান প্রসবের জন্য হাসপাতালে এসেছিলেন অন্তঃসত্ত্বা মহিলা। কিন্তু চিকিৎসকের সঙ্গে মনোমালিন্য। আর তারপরই বিপত্তি। গর্ভবতী ওই মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে মহিলা চিকিৎসকের বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছিল?
সন্তান প্রসবের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় গর্ভবতী মহিলাকে। স্বাভাবিক ভাবে প্রসব না অস্ত্রোপচার করে হয় প্রসব, সেই নিয়ে চিকিৎসকের সঙ্গে মতান্তর হয় প্রসূতির আত্মীয়দের। অভিযোগ অস্ত্রোপচারের জন্য চাপ দেয় হাসপাতালের এক মহিলা চিকিৎসক। পাশাপাশি অস্ত্রোপচার হলে মা ও শিশুর প্রাণ সংশয়ের কথাও জানানো হয়। এতেই ভয় পেয়ে যায় প্রসূতির আত্মীয়রা। তারা স্বাভাবিক প্রসবের কথা বলেন। এরপরই ওই মহিলাকে নিয়ে বাড়ি চলে বলেন ওই চিকিৎসক। কিন্তু তাঁর কথায় রাজি হয়নি পরিবার। তখনই অন্তঃসত্ত্বা মহিলাকে চড় মারা হয় বলে অভিযোগ।

কাঁকসার দু’নম্বর কলোনির বাসিন্দা সুনীতা সাহাকে প্রথমে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই অন্তঃসত্ত্বা মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালের মহিলা চিকিৎসক ডা: বিনীতার চিকিৎসাধীন ছিল।

“চড়” মারার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় নিউটাউনশিপ থানার পুলিশ।

ঘটনার কথা স্বীকার করেছেন ওই মহিলা চিকিৎসক। তবে তিনি চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন ওই অন্তঃসত্ত্বা মহিলাকে বলেছেন তার যা পরিস্থিতি তাতে তার দ্রুত সিজার করতে হবে। কিন্তু রোগীর পরিবার কোনও ভাবেই রাজী হয়নি। এর বেশি কিছু ঘটেনি।

আরও পড়ুন: Luizinho Faleiro: অর্পিতার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের নয়া রাজ্যসভার সাংসদ ফেলেইরিও

দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ডা: ধীমান মণ্ডল জানিয়েছেন, অভিযোগ শুনেছেন তবে এখনও লিখিত অভিযোগ হয়নি । এখনও বিস্তারিত জানেননা, তবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে তিনি একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন: Madhya Pradesh: আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন, তার আগেই নাম বদল বিশ্বমানের রেলস্টেশনের

আরও পড়ুন: Sushmita Dev on Tripura: ‘বিশ্বাসযোগ্য টুইট লেখার চেষ্টা করুন’ ত্রিপুরা পুলিশ নিয়ে বিপ্লব দেবকে কটাক্ষ সুস্মিতা দেবের

আরও পড়ুন: Uttar Pradesh: চিত্রকূট গণধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন কারাবাস প্রাক্তন মন্ত্রীর

Next Article