‘আমার মিথ্যা বলার প্রয়োজন নেই…’ আসানসোলে ধস এলাকায় ক্ষোভের মুখে দৃঢ় কন্ঠে অগ্নিমিত্রা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 13, 2021 | 12:43 PM

Agnimitra Paul: ওই যুবকের পাল্টা উত্তর, "ঘটনার পর থেকে বিজেপির কোনও মেম্বারকেই দেখা যায়নি এলাকায়।" তাঁকে রীতিমতো সম্মতি দেখাতে দেখা যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদেরও।

আমার মিথ্যা বলার প্রয়োজন নেই... আসানসোলে ধস এলাকায় ক্ষোভের মুখে দৃঢ় কন্ঠে অগ্নিমিত্রা
আসানসোলে ধস কবলিত এলাকায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল (নিজস্ব চিত্র)

Follow Us

আসানসোল: ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার ধস নামে আসানসোলের কালীপাহাড়ি এলাকায়। সোমবার সেই এলাকা পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়েই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন তিনি।

অগ্নিমিত্রা পাল এলাকায় ঢুকতেই ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। এক যুবক অগ্নিমিত্রার সামনে বলতে থাকেন, “ক্ষতিটা আমার হয়েছে। আমি ছিলাম সেখানে। কিন্তু এতটা ক্ষতির পরও কোনও বিজেপি যুব নেতাকে আমাদের এলাকায় দেখা যায়নি।” অগ্নিমিত্রা পালকে প্রশ্ন করতে দেখা যায়, “যুব নেতা থাকার কথা নয় সেখানে। আমাদের অন্য কোনও নেতা ছিল কি?” ওই যুবকের পাল্টা উত্তর, “ঘটনার পর থেকে বিজেপির কোনও মেম্বারকেই দেখা যায়নি এলাকায়।” তাঁকে রীতিমতো সম্মতি দেখাতে দেখা যায় আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীদেরও।

অগ্নিমিত্রা পালকে তখন বলতে শোনা যায়, “তর্ক করার কোনও জায়গা নেই।” যুবক বলেন, “তর্ক করছি না ম্যাডাম।” বিধায়কের তখন পাল্টা বক্তব্য, “রাতেই আমাকে মহেশ ফোন করেছিল। মহেশ আমাকে ভিডিয়ো কল করে দেখায় গোটা বিষয়টা। আমার কিন্তু মিথ্যা কথা বলার দরকার নেই।”

আসানসোল দক্ষিণে ৩ নম্বর কোলিয়ারি এলাকায় ধস নামে। সাত থেকে আটটি বাড়িতে ফাটল ধরে। ছাদ ভেঙে যায় অনেকের। তাঁরা রীতিমতো বিপজ্জনক অবস্থায় রাত কাটান। সে সময় স্থানীয় একটি ক্লাব ঘরে আশ্রয় নিয়েছিলেন ওই ক’টি বাড়ির বাসিন্দারা। তাঁরা পুনর্বাসনের দাবি তোলেন। কিন্তু এলাকায় সে সময় দেখা যায় কোনও পুলিশ আধিকারিককে। প্রশাসনের তরফেও কেউ ছিলেন না বলে অভিযোগ স্থানীয়দের।

আসানসোল দক্ষিণের বিধায়ক সোমবার সকালে এলাকা পরিদর্শনে যান। সেখানে যেহেতু রাত থেকে কোনও পুলিশ কিংবা প্রশাসনের লোক যাননি, তাই প্রথম গিয়েই ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ওঠে গো ব্যাক স্লোগানও।

এ প্রসঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “আমি কাল রাতেই আসতাম। আমাকে বলা হল , দিদি রাতে আসবেন না। এলাকায় সিকিউরিটির প্রবলেম আছে। আপনি সকালেই আসবেন। আমি সকালেই দৌঁড়তে দৌঁড়তে এলাম। এখানেও টিএমসির লোকেরা রাজনীতি করছে। আমাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আগে গো ব্যাক অগ্নিমিত্রা কীসের জন্য বলা। বামফ্রন্ট সরকার তো ওদের পুনর্বাসনের জন্য টাকা দিয়েছিল,  কেন ওদের পুনর্বাসন করা হল না? কেন অগ্নিমিত্রা গো ব্যাক স্লোগান? আমি তো চার মাস হয়েছে এসেছি। ১১ বছর ধরে কী করছিল তৃণমূল?”

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ে রয়েছে শরীরটা, পাশেই পড়ে মাছ! মহিলার মৃত্যুতে উঠে এল অন্য তত্ত্ব

আরও পড়ুন: ‘কেউ আসছে মেরে দিতে…’আতঙ্কেই বউ-মেয়ের সঙ্গে নৃশংস কাজ যুবকের! নিজের পরিণতিও মর্মান্তিক

Next Article