Chaitali Tiwari: মঙ্গলে দেখা মেলেনি জিতেন্দ্রের স্ত্রীর, কম্বল বিতরণকাণ্ডে আজও খালি হাতেই ফিরতে হল পুলিশকে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 22, 2022 | 12:55 PM

Jitendra Tiwari: মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার চৈতালি তেওয়ারির বাড়িতে আসেন তাঁরা। তবে তাঁকে বাড়িতে না পেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফিরে যান।

Chaitali Tiwari: মঙ্গলে দেখা মেলেনি জিতেন্দ্রের স্ত্রীর, কম্বল বিতরণকাণ্ডে আজও খালি হাতেই ফিরতে হল পুলিশকে
জিতেন্দ্র তিওয়ারি ও চৈতালি তিওয়ারি (নিজস্ব চিত্র)

Follow Us

আসানসোল: একদিন বাদ দিয়ে ফের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি (Chaitali Tiwari) তথা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) স্ত্রী-র বাড়িতে এল আসানসোল উত্তর থানার পুলিশ আধিকারিকরা। আসানসোল (Asansol) কম্বল বিতরণ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবারের পর ফের বৃহস্পতিবার চৈতালি তেওয়ারির বাড়িতে আসেন তাঁরা। তবে তাঁকে বাড়িতে না পেয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আবার ফিরে যান।

গত মঙ্গলবার সকাল দশটার সময় আসানসোলের জিটি রোডের গোধূলি মোড়ে অবস্থিত ঘনশ্যাম এপার্টমেন্টে চৈতালির বাড়িতে হাজির হয়েছিলেন পুলিশ আধিকারিকরা। তবে বাড়িতে কেউ না থাকায়  একটি নোটিস দিয়ে যান তাঁরা। সেই নোটিসে লেখাছিল, ‘উইদাউট ফেল’ চৈতালি তেওয়ারি যেন নিজের আবাসনে সব তথ্য সহ থাকেন। তাঁকে এই মামলার তদন্তে জেরা করা হবে।  সেইমতো এদিন ফের পুলিশ আসে। কিন্তু আজও বাড়িতে তালা বন্ধ দেখে ফিরে যান তাঁরা।

উল্লেখ্য, গত বুধবার আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণ করার এক অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত একজন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তেওয়ারি, চৈতালি তেওয়ারি সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। এখানো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। তারা ৮ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে আসানসোল কম্বল কাণ্ডে স্ত্রী চৈতালি তেওয়ারিকে জেরা করতে আবাসনে আসার এক ঘণ্টার মধ্যে টুইট করেছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেই টুইটে বলা হয়, ‘ছেড়ে যাব না এই বাংলাকে। জন্ম হয়েছে এই বাংলার মাটিতে। মৃত্যু বরণ করব বাংলা মায়ের কোলে। আসানসোলের তৃণমূল নেতারা যা পারবে করো।’

Next Article