আসানসোল : শনিবার সাত সকালে বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারির বাড়িতে হাজির পুলিশ। কম্বল বিতরণ-কাণ্ডে এদিন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চৈতালিকে। দুই পুলিশ সুপার সহ মোট সাত পুলিশ আধিকারিক পৌঁছেছেন জিতেন্দ্র ও চৈতালির বাড়িতে। এর আগে দুদিন নোটিস পাঠানো হয়েছিল চৈতালির বাড়িতে। কিন্তু তিনি বাড়ি না থাকায় পুলিশকে ফিরে আসতে হয়। ইতিমধ্যেই আদালত নির্দেশ দিয়েছে, চৈতালিকে পুলিশি তদন্তে সাহায্য করতেই হবে। হাইকোর্টের রক্ষাকবচও পেয়েছেন চৈতালি। শনিবার সকাল থেকেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
শুক্রবার তৃতীয়বারের জন্য ওই নোটিস চৈতালি তিওয়ারির আবাসনের দরজায় সাঁটিয়ে দিয়ে আসে পুলিশ। নোটিসে বলা হয়, শনিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। সেই মত তিনি উপস্থিত আছেন। আদালতের নির্দেশ মতো, সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার সেই দিন ধার্য করা হয়েছে।
জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, পদপিষ্ট হওয়ার ঘটনায় যে শিশুর মৃত্যু হয়েছে সে চৈতালির ঘনিষ্ঠ ছিল। তার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন চৈতালি। চিকিৎসার জন্য তিনি কলকাতায় গিয়েছিলেন। শনিবার ফিরে এসেছেন। পুলিশকে সবরকম সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেছেন চৈতালি।
জিতেন্দ্রর স্ত্রীকে বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস জারি করার পর নোটিস বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। নোটিস বাতিলের মামলা গ্রহণ করা উচিত কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালত নির্দেশ দিয়েছে, পুলিশ দু’দিন জিজ্ঞসাবাদ করতে পারবে চৈতালিকে। তবে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছে বিজেপি নেতার স্ত্রীকে। এর মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারবেন তিনি।