ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, উদ্যোগী আসানসোল পুরনিগম

ইতিমধ্যে ৩০টি অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছে গিয়েছে আসানসোল পুরনিগম ভবনে। প্রয়োজনমতো সেগুলি বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। পুরনিগমের এমন উদ্যোগে স্বস্তি আসানসোল পুর এলাকাবাসীর।

ফোন করলে বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, উদ্যোগী আসানসোল পুরনিগম
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 12, 2021 | 5:48 PM

আসানসোল: করোনা (Corona) পরিস্থিতিতে শিল্পাঞ্চলেও বাড়ছে অক্সিজেন (Oxygen)-এর চাহিদা। তবে অক্সিজেনের অভাবে যাতে কোনও করোনা রোগীর প্রাণশঙ্কা না হয় তার জন্য এবার এগিয়ে এল আসানসোল (Asansole ) পুরনিগম। এবার থেকে নির্দিষ্ট হেল্পলাইনে ফোন করলে রোগীর বাড়িতেই অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা পুরনিগমের।

পশ্চিম বর্ধমান জেলাজুড়ে কোভিড আক্রান্ত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৯ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২২০। তাছাড়া জেলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা প্রায় ৭ হাজার। এই পরিস্থিতিতে মুমূর্ষু করোনা রোগীর জন্য প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেনের। দেশজুড়ে চলছে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে রোগীর আত্মীয়দের। পুর এলাকার বাসিন্দাদের এহেন অবস্থা থেকে মুক্তি দিতে উদ্যোগী হল আসানসোল পুরনিগম। করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল তারা।

জানানো হয়েছে, পুরনিগমের কোভিড হেল্পলাইনে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে বাড়িতে। এই হেল্পলাইন নম্বরটি হল ৭৪৭৯০০১৮৭৫৷ এই নম্বর দিয়ে করোনা আক্রান্ত বা তাঁদের পরিজনদের অক্সিজেনে জন্য যোগাযোগ করতে বলেন আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনই আজ ভরসা শিল্পাঞ্চলের করোনা রোগীদের, অমিল সিলিন্ডার 

ইতিমধ্যে ৩০টি অক্সিজেন সিলিন্ডার এসে পৌঁছে গিয়েছে আসানসোল পুরনিগম ভবনে। প্রয়োজনমতো সেগুলি বাড়ি বাড়ি সরবরাহ করা হবে। পুরনিগমের এমন উদ্যোগে স্বস্তি আসানসোল পুর এলাকাবাসীর।