আসানসোল: আসানসোলের রানিগঞ্জে নকল বেসন ও ছাতু তৈরির মিলের হদিশ মিলল। কেজি লেন এলাকায় এক আটা মিলে নকল বেসন ও ছাতু তৈরি করা হচ্ছে, খবর পেয়ে বুধবার অতর্কিতে হানা দেয় আসানসোল দুর্গাপুর পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। রানিগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ইবি আধিকারিকরা আটা মিলে পৌঁছন। সেখান থেকে প্রায় ৭০ বস্তা নকল বেসন ও ছাতু বাজেয়াপ্ত করা হয়।
বুধবার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের অভিযান চালাতে গিয়ে বেশ বেগ পেতে হয়। এই অভিযানের ফুড সাপ্লাই দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে সব সামগ্রীর নমুনা সংগ্রহ করেন। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসিপি ঈপ্সিতা দত্ত জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। বাজারে কোথায় কী পরিমাণ এই ভেজাল সামগ্রী সরবরাহ করা হয়েছে, তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ দল। এদিনের এই বিশেষ অভিযান চলার পরে ওই মিলের মালিককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।
ইবি সূত্রে জানা গেছে, শুধুমাত্র রানিগঞ্জ শহর এলাকায় নয়, শহরের বাইরে বিভিন্ন অংশে এই সকল নকল সামগ্রী সরবরাহ করার কাজ চলছিল। এদিন জিজ্ঞাসাবাদের সময় মিল মালিক ব্যবসায়ী তাঁর উৎপাদিত সামগ্রী সরকারি কোন অনুমোদন ছাড়াই গোপনে তা বাইরে পাচার করছিল বলেই জানিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের।
কিছুদিন আগেই হাওড়ায় ভেজাল তেলের কারখানার হদিশ মিলেছিল। ডোমজুড় থানার জালান কমপ্লেক্সের এক নম্বর গেটের নয় নম্বর গলিতে এক তেল প্রস্তুতকারি সংস্থার কারখানায় হানা দেন ইবি কর্তারা। উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ভোজ্য তেল। ইবি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অন্য একটি কোম্পানির ভোজ্য তেল সেখানে নিয়ে এসে চলত ভেজাল মেশানোর কাজ। এরপর সেই তেল নিজেদের সংস্থার ব্র্যান্ডিংয়ে পৌঁছে দেওয়া হত কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বাজারে। লক্ষাধিক টাকার ভোজ্য তেলের প্যাকেট উদ্ধার হয় তাঁর।