Kulti: প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে প্রেমিককে জুতোপেটা যুবতীর, চাটানো হল থুতুও

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 27, 2022 | 7:50 PM

Ex Councillor: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তৃণমূল নেতাদের নিদানে প্রেমে প্রতারিত ওই যুবতী যুবককে প্রথমে জুতোপেটা করে।

Kulti: প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে প্রেমিককে জুতোপেটা যুবতীর, চাটানো হল থুতুও
সালিশি সভা

Follow Us

আসানসোল: পরিচয় গোপন করে বিবাহিত ব্যক্তি প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন এক যুবতীর সঙ্গে। প্রেমিক বিবাহিত তা জানার পরই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে অভিযোগ জানান ওই যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে শালিসি সভা বসান তৃণমূলের প্রাক্তন মহিলা কাউন্সিলর ও তাঁর স্বামী। সেখানেই ওই ব্যক্তিকে জুতোপেটা করেন ওই যুবতী। এমনকি যুবতীর থুতুও ওই ব্যক্তিকে চাটানো হয় বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কুলটির রানিতলা এলাকায়। ওই এলাকা আসানসোল পুরনিগমের ৭১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। শালিসি সভায় ওই ব্যক্তিকে মারধর ও থুতু চাটানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে ওই এলাকায়। এই কাজের জন্য তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার দায় নিতে নারাজ। তাঁরা জানিয়েছেন, অভিযুক্তরা অনেক দিন আগেই তৃণমূল ছেড়ে দিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, তৃণমূল নেতাদের নিদানে প্রেমে প্রতারিত ওই যুবতী যুবককে প্রথমে জুতোপেটা করে। পরে যুবতীর থুতু চাটানো হয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হতে বিষয়টি নজরে আসে। ওই এলাকার বিজেপি মণ্ডল সভাপতি অমিত গড়াইয়ের অভিযোগ, খাপ পঞ্চায়েত বসিয়ে তৃণমূল নেতৃত্বে নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর হলেন নাজনি বেগম ও তাঁর স্বামী খুরশিদ আনোয়ার। কুলটি তৃণমূল নেতৃত্বের দাবি, কুলটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নাজনি বেগম। ২০১৫ সালের আগে তৃণমূল পরিচালিত পুরবোর্ডে ছিলেন নাজনি। তিনি তৃণমূলের টিকিটে জেতেননি। নির্দল কাউন্সিলার ছিলেন। পরে তৃণমূল পুরবোর্ডকে সমর্থন করেছিলেন। পরের বার টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে দেন। তাঁর স্বামী খুরশিদ আনোয়ারও ওই সময় তৃণমূল করলেও তৃণমূল ছেড়ে বেরিয়ে যান বলে দাবি তৃণমূল নেতৃত্বের। ঘটনা নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেছেন, “অভিযুক্তরা আমাদের দলের কেউ না। অন্যায় করলে প্রশাসন যথাযুক্ত ব্যবস্থা নেবে।”

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দিন তিনেক আগে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিযুক্ত খুরশিদ। খোঁজ নেই প্রাক্তন কাউন্সিলার নাজনি বেগমেরও।

Next Article