আসানসোল: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর জুলুমের অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করলেন স্কুলের এক প্রধান শিক্ষিকা। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতা খাটিয়ে জোর করে স্কুলে পড়ুয়া ভর্তি করানোর জন্য চাপ দিচ্ছেন আসানসোল পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এমনকী প্রধান শিক্ষিকার অভিযোগ, মেয়েদের স্কুলে চড়াও হয়ে হুমকিও দিয়েছেন কাউন্সিলর। যদিও অভিযুক্ত কাউন্সিলর রণবীর সিং ওরফে জিতু বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। স্কুলের নামে ব্যবসা চলছে। সকলের পড়ার অধিকার রয়েছে।
সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অত্যাধিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। আসানসোল শহরের জিটি রোডের ধারে মুর্গাশোলের ওই স্কুলে কাউন্সিলর শুক্রবার দলবল নিয়ে চড়াও হয়ে ছাত্রী ভর্তির জন্য চাপ দেন বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়।
এরপরই এদিন সন্ধ্যায় ওই স্কুলের প্রধান শিক্ষিকা ঊর্মিলা ঠাকুর গোটা ঘটনার কথা জানিয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছে।
এ প্রসঙ্গে তৃণমূল শিক্ষক সংগঠনের বক্তব্য, এরকম ঘটনা খুবই খারাপ। কাউন্সিলর এভাবে মার্চ মাসে কাউকে স্কুলে ভর্তি করানোর চাপ দিতে পারেন না। এমনটা ঘটে থাকলে তা খুবই খারাপ। কাউন্সিলর অন্যভাবে তাঁর কথা বলতে পারতেন। দল এ বিষয়ে হস্তক্ষেপ করুক বলেও দাবি তাদের।
যদিও রণবীর সিং বলেন, “আমি স্কুলে গিয়ে বলেছিলাম ওয়ার্ডের কিছু মেয়ে এই নাম করা স্কুলে পড়তে চায়। উনি বললেন ভর্তি প্রক্রিয়া হয়ে গিয়েছে। আমি তখন বলি, এলাকার কাউন্সিলর আমি। স্থানীয়দের তো দেখতেই হবে। উনি সে সময় আমাকে বলেন, তাঁর বাড়িতে কিছু নোংরা রয়েছে লোক দিয়ে সেটা পরিষ্কারের ব্যবস্থা করতে। আমি সে কাজও করিয়ে দিয়েছি। উনি বলেছিলেন, কথা বলে চার পাঁচজনকে ভর্তি করিয়ে দেবেন। কিন্তু এরপর উনি আর কোনও কথা বলছেন না।”
আরও পড়ুন: BJP Meeting: হাল ফেরাতে সকলকে বাঁধতে হবে এক সুরে! শনিবারই বঙ্গ বিজেপির ‘বিশেষ’ বৈঠক
আরও পড়ুন: Anis Khan Death: ফের জামিনের আবেদন খারিজ বামনেত্রী মীনাক্ষীর, আপাতত জেল হেফাজতেই ১৬ জন