Asansol: বালি বোঝাই ডাম্পারের দাপাদাপি রুখতে বিজেপি বিধায়কের সঙ্গে এক সুর তৃণমূল কাউন্সিলরের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 08, 2022 | 8:22 AM

Asansol: গত মঙ্গলবার রাতে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল দুই তৃণমূল কর্মী বিট্টু সিং ও বিদেশ দেওঘরিয়ার।

Asansol: বালি বোঝাই ডাম্পারের দাপাদাপি রুখতে বিজেপি বিধায়কের সঙ্গে এক সুর তৃণমূল কাউন্সিলরের
অশোক রুদ্র ও অগ্নিমিত্রা পল।

Follow Us

পশ্চিম বর্ধমান (আসানসোল): বিজেপি বিধায়কের সঙ্গে এক সুর তৃণমূল নেতার। রাজনৈতিক মতাদর্শে ফারাক থাকলেও ওভারলোড করা বালির ডাম্পার রুখতে আসানসোলের বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) সঙ্গে সহমত পোষণ তৃণমূল (TMC) কাউন্সিলর অশোক রুদ্রর। আর শাসক-বিরোধীর ঐক্য়সুরে বালিঘাটে আটকে রয়েছে ২৫০’র কাছাকাছি লরি। বালি বোঝাই করে বার্নপুর থেকে কলকাতার পথে যেতে পারছেন চালকরা। বালি ঘাটে না মিলছে পানীয় জল না খাবারের ব্যবস্থা। নিরাপত্তার অভাব থাকায় এদিকে বালি ঘাট থেকে ফিরে যেতে পারছেন না তাঁরা। ৬ দিন ধরে চলছে এই পরিস্থিতি।

গত মঙ্গলবার রাতে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছিল দুই তৃণমূল কর্মী বিট্টু সিং ও বিদেশ দেওঘরিয়ার। ঘটনার পরই তৃণমূল নেতা তথা অশোক রুদ্রর নেতৃত্বে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। অশোক রুদ্র দাবি তোলেন, বার্নপুরের উপর দিয়ে অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার চলতে দেওয়া যাবে না। এদিকে শুধু তৃণমূল নেতা অশোক রুদ্র নয়। ওভারলোড বালি বোঝাই ডাম্পার চলাচল নিয়ে প্রতিবাদে নেমেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা চিত্রা মোড়ে অবস্থান বিক্ষোভ করেন। এই ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাধে সেদিন। বিজেপি বিধায়কও একই দাবি তোলেন, বালিবোঝাই ডাম্পার চলাচল করা যাবে না বার্নপুরের উপর দিয়ে। অগ্নিমিত্রা পল মৃতদের পরিবারের সঙ্গে দেখাও করেন। বালি ঘাটের চালকদের সমস্যা নিয়ে অগ্নিমিত্রা পলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চালকদের একাংশ মদ্যপান করে বেপরোয়া হয়ে গাড়ি চালান। তাতেই দুর্ঘটনা ঘটছে। বার্নপুরের মত জনবহুল রাস্তায় কিছুতেই ডাম্পার চলতে দেওয়া যাবে না।

অগ্নিমিত্রার অভিযোগ, ওই বালিঘাটে অবৈধভাবে বালি বোঝাই হচ্ছে। ওভারলোড হচ্ছে। এসব পুলিশের দেখার দায়িত্ব। চালকদের তাঁরা ফিরিয়ে দেবেন নাকি খাবারের ব্যবস্থা করবেন তা প্রশাসন দেখুক। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেন, “চালকদের সমস্যা আমরা দেখতে যাব না। বার্নপুর শহরের উপর বালির লরি ও ডাম্পারের দাপাদাপি সহ্য করা হবে না। চালকদের সমস্যা মেটানোর দায়িত্ব মালিকপক্ষ। আমরা কিছুতেই বালির গাড়ি চলতে দেব না।”

Next Article