Congress: সর্বত্র দলীয় প্রার্থী দেওয়াই লক্ষ্য কংগ্রেসের, পঞ্চায়েত ভোটের আগে বললেন কৌস্তভ
Durgapur: প্রায় ৩০ বছর পর পশ্চিম বর্ধমান জেলায় কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন। রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হয় তা।
দুর্গাপুর: কিছুদিন আগেই রাহুল গান্ধী ‘ভারত জোড়ো’ যাত্রা করেছিলেন। সেই যাত্রায় শামিল হয়েছিলেন পশ্চিম বর্ধমানের কংগ্রেস (Congress) কর্মীরা। সেই যাত্রা থেকেই বুক ভরে অক্সিজেন নিয়েছেন জেলার কর্মীরা। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে নিজেদের শক্তি পরখও করতে চায় তারা। টার্গেট, জেলায় সবক’টি আসনেই দলের প্রতীকে প্রার্থী দেওয়া। প্রায় ৩০ বছর পর পশ্চিম বর্ধমান জেলায় কংগ্রেসের পঞ্চায়েত সম্মেলন। রবিবার দুর্গাপুরে অনুষ্ঠিত হয় তা। উপস্থিত ছিলেন কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান নেপাল মাহাতো, দলীয় মুখপাত্র কৌস্তভ বাগচী-সহ জেলা নেতৃত্ব।
নেপাল মাহাতো জানান, প্রত্যেক জেলাতেই এই কর্মসূচি করছেন তাঁরা। অঞ্চল স্তরের নেতাদের নিয়ে সম্মেলন হচ্ছে। লক্ষ্য একটাই, ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক পরিকাঠামোকে ঠিক করা। পুরুলিয়ার বাঘমুণ্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো বলেন, “হাত ছাপের প্রার্থী যত বেশি দিতে পারি, সেটাই এই সম্মেলনের উদ্দেশ্য। এটাকে দলের অভ্যন্তরীণ একটা এক্সারসাইজ বলতে পারেন। বহু জেলাতেই হয়েছে। আজ পশ্চিম বর্ধমানেও হল।”
একই কথা শোনা গিয়েছে কৌস্তভ বাগচীর মুখেও। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মুখ বেছে নেওয়ার ভোটে কংগ্রেস একলা চলো নীতিতে ভরসা রাখবে? কারণ, গত পুরভোটেও আসন বণ্টন নিয়েও শেষ অবধি দর কষাকষি চলেছে সিপিএম-কংগ্রেসের অন্দরে। পড়শি রাজ্য ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই ছবিই মূর্ত হয়েছে।
এ প্রসঙ্গে কৌস্তভ বাগচী বলেন, “পঞ্চায়েত নির্বাচনে কে কার সঙ্গে জোট করবে, কে কখন একা প্রার্থী দেবে এটা পঞ্চায়েত স্তরের নেতৃত্ব, জেলা স্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্ব ঠিক করে। প্রদেশ থেকে চাপিয়ে দেওয়ার কোনও ব্যাপারই থাকে না। আর পঞ্চায়েতে মানুষের জোট হবে। আর পঞ্চায়েতে আমরা কংগ্রেস দল, সর্বত্র দলগতভাবে একটাই চেষ্টা করব, যত বেশি করে সম্ভব কংগ্রেসের প্রার্থী দেওয়ার। যেখানে কংগ্রেসের প্রার্থী দেওয়া সম্ভব না, সেখানে অন্য চিন্তা করা যাবে। তবে প্রথম লক্ষ্য দলীয় প্রার্থী দেওয়া।”