Barabani BJP Leader Death: বারাবনিতে দুই বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন, বলছে বিজেপি
Barabani BJP Leader Death: পুলিশ জানিয়েছে, মৃত দুই বিজেপি নেতার নাম বাবলু সিং ও মহেন্দ্র সিং। তাঁরা বারাবনির দাসকেয়ারির বাসিন্দা।
আসানসোল: বারাবনিতে দুই বিজেপি নেতার মৃত্যু ঘিরে রহস্য। পথ দুর্ঘটনায় মৃত্যু বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে খুন করা হয়েছে দুই বিজেপি নেতাকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আসানসোলের বারাবনিতে। পুলিশ জানিয়েছে, মৃত দুই বিজেপি নেতার নাম বাবলু সিং ও মহেন্দ্র সিং। তাঁরা বারাবনির দাসকেয়ারির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বারাবনির দাসকেয়ারিতে একটি দুর্ঘটনা ঘটে। বিজেপি দুই নেতা বাইকে ছিলেন। উল্টোদিক থেকে একটি ডাম্পার এসে সেই বাইকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দুই বিজেপি নেতাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে বারাবনি এমনিতেই স্পর্শকাতর এলাকা। রাজনৈতিক সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই এলাকায় এই ঘটনা রহস্য দানা বেঁধেছে। বিজেপি নেতৃত্বের আশঙ্কা, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের।
খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে যান বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়- সহ অন্যান্য নেতৃত্ব। ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রয়োজনে দুর্ঘটনাস্থলে বা এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তদন্তের দাবি তোলেন। বিশেষ করে পঞ্চায়েত ভোটের আগে দুই বিজেপি নেতার মৃত্যুর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব।
তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু-র বক্তব্য, “এখন সব কিছুতেই ইডি-সিবিআই চাইছে বিজেপি। ওটাই একমাত্র ওদের হাতে অস্ত্র। ওরা আসলে বুঝে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিতে পারবে না, তাই এই সব বলছে।”