BJP: আসানসোলে পথদুর্ঘটনায় নিহত দুই বিজেপি নেতা, নিছক দুর্ঘটনা মানতে নারাজ দল
Asansol: আসানসোলের বারাবনি থানার আমডিহা পেট্রোল পাম্পের কাছে এক পথদুর্ঘটনায় মৃত্যু হয় দুই বিজেপি নেতা বাবলু সিং ও মহেন্দ্র সিংয়ের।
আসানসোল: পথদুর্ঘটনায় দুই বিজেপি (BJP) নেতার মৃত্যুর তদন্তের দাবি তুলেছিল বিজেপি নেতৃত্ব। মৃতদেহ ময়নাতদন্তের পর পথ অবরোধেও সামিল হয় তারা। সোমবার বারাবনির নুনি মোড়ে পথ অবরোধ করে বিজেপি। রাস্তার উপর বসে পড়েন বিজেপির কর্মী, সমর্থকরা। তাঁদের বক্তব্য, এটা নিছক পথদুর্ঘটনা নয়। এর পিছনে অন্য ষড়যন্ত্র রয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন তাঁরা। এই ঘটনার জেরে ওই রাস্তায় যানবাহন চলাচল কার্যত গতিরুদ্ধ হয়ে পড়ে। যদিও আসানসোল উত্তর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
রবিবার রাতের ঘটনা। আসানসোলের বারাবনি থানার আমডিহা পেট্রোল পাম্পের কাছে এক পথদুর্ঘটনায় মৃত্যু হয় দুই বিজেপি নেতা বাবলু সিং ও মহেন্দ্র সিংয়ের। তাঁরা বারাবনির দাসকেয়ারির বাসিন্দা। অভিযোগ, মোটরবাইক ও ডাম্পারের ধাক্কায় এই ঘটনা ঘটে। তবে বিজেপির নেতা, কর্মীরা এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের মতে, এটা কোনও সাধারণ দুর্ঘটনা নয়। পুলিশ বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখুক বলেও দাবি করেন তাঁরা। সিবিআই তদন্তেরও দাবি করেন। প্রয়োজনে দুর্ঘটনাস্থলের বা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তের দাবি তোলেন তাঁরা।
রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এ বিষয়ে বলেন, “যাঁরা মারা গিয়েছেন তাঁদের একজন মণ্ডলের জেনারেল সেক্রেটারি, আরেকজন মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। ওনারা যে গ্রামে থাকতেন সেই গ্রামে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট থাকেন। এই দুই নেতা গত ৬ মাস ধরে আসানসোলে থাকতেন। সকালে দাসকেয়ারি গ্রামে যেতেন, পরিবারের সঙ্গে দেখা করতেন, সন্ধ্যার পরই বেরিয়ে আসতেন। রবিবার এই ঘটনা। আমরা এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করছি। যথাযথ তদন্ত চাই। সিবিআই তদন্তের জন্য যা যা করার করব।”