Medinpur: স্কুলের নাম করে লুকিয়ে জঙ্গল এলাকায় চলে গিয়েছিল ৫ বন্ধু! শেষে ভয়ঙ্কর পরিণতি
Medinpur: স্থানীয় বাসিন্দারাই জানতে পেরে গুড়গুড়িপাল থানায় খবর দেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজেও নামে। বেশ কিছুক্ষণ পর সাড়ে তিনটে নাগাদ উদ্ধার করা সম্ভব হয় অংশুকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

মেদিনীপুর: স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু, স্কুলে না গিয়ে পাঁচ বন্ধু মিলে চলে গিয়েছিল জঙ্গল লাগায়ো এলাকায়। আর সেখানেই যে তাদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে তা গুণাক্ষরেও টের পায়নি কেউ। ওই এলাকাতেই ছিল এক জলাশয়। তাতেই স্নান করতে নেমেই বিপত্তি। আর উঠল না এক কিশোর। সোমবার মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মেদিনীপুর সদরের আমড়াতলা ড্যাম এলাকায়।
পাঁচ বন্ধুই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে অংশু দাসের (১৭)। সে একাদশ শ্রেণিতে পড়ত। জানা গিয়েছে, এদিন সকাল দশটার পরে অংশু বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য। স্কুলে না গিয়ে অংশু-সহ আরও চার বন্ধু সাইকেলে করে চলে যায় গুড়গুড়িপাল থানার আমড়াতলা ড্যামে। সেখানেই অংশু স্নান করবে বলে জলাশয়ে নামে। স্নান করতে নেমে জলে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারাই জানতে পেরে গুড়গুড়িপাল থানায় খবর দেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজেও নামে। বেশ কিছুক্ষণ পর সাড়ে তিনটে নাগাদ উদ্ধার করা সম্ভব হয় অংশুকে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনায় শোকের ছায়া পুলিশে। স্বাভাবিক মৃত্যু নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
