Daspur: টাকা চুরির অভিযোগ, নাবালককে ৩ ঘণ্টা খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ

Ashim Bera | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 13, 2023 | 12:21 PM

Daspur: সেই অভিযোগ তুলেছিলেন দোকানদার। চুরির সেই শাস্তি স্বরূপ ওই নাবালককে দীর্ঘক্ষণ খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় শোরগোল। পরে পুলিশ এসে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়।

Daspur: টাকা চুরির অভিযোগ, নাবালককে ৩ ঘণ্টা খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ
নাবালককে খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ (নিজস্ব চিত্র)

Follow Us

দাসপুর:  ছোট্ট দুখানি হাত খুঁটির পিছনে বাঁধা। সামনে জড়ো প্রচুর লোক। একে-ওকে জিজ্ঞাসাবাদ করতে জানা গেল কেন বেঁধে রেখেছে বাচ্চাটিকে। সামনে এল আসল কারণ। ডিমের দোকান থেকে পাঁচ হাজার টাকা চুরি করার অভিযোগ উঠেছিল ওই নাবালকের বিরুদ্ধে। সেই অভিযোগ তুলেছিলেন দোকানদার। চুরির সেই শাস্তি স্বরূপ ওই নাবালককে দীর্ঘক্ষণ খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় শোরগোল। পরে পুলিশ এসে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার টালিভাটা এলাকায়। অভিযোগ, রবিবার বিকেল নাগাদ টালিভাটা বাজারে দুই নাবালক আলু পিয়াজ ও ডিমের দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। সেই সময় দোকান থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তারা। এমনই অভিযোগ তুলে ওই নাবালকের বিরুদ্ধে সরব হয় সকলে। এরপর প্রকাশ্যে রাস্তার ধারেই খুঁটিতে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করে তাঁদের।

এরপর জিজ্ঞাসা অপর বালকের কাছ থেকে ৫ হাজার টাকা উদ্ধার হয় বলে জানা যায়। দীর্ঘক্ষণ ধরে এক নাবালককে খুঁটিতে বেঁধে রাখায় ঘটনায় পড়ে যায় শোরগোল। এরপর সন্ধ্যে নাগাদ খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে ওই নাবালককে উদ্ধার করে নিয়ে যায়। ওই দোকানদার বলেন, “আমার দোকান থেকে ৫ হাজার টাকা চুরি করেছিল। সকালে দোকান খুলেছি তখনই এমন কীর্তি।”

Next Article